
স্টার কিড সারা টেন্ডুলকার নিয়মিত বেড়াতে যাওয়ার ছবি, ভিডিও শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়ও তিনি। সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় ক্যামেরাবন্দি হন সারা। যেখানে টপস এবং কালো লেগিংসে বেশ ভালোই লাগছিল তাকে।
তবে সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই সারাকে নিয়ে একের পর এক বিরূপ মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। অনেকে তো নেপোটিজমের তকমাও লাগিয়ে দেন। অনেকে আবার মন্তব্যের ঘরে তার বাবা, ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকেও টেনে আনেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, সারা টেন্ডুলকার সাদা টপস এবং কালো লেগিংস পড়ে আছেন । তার লম্বা চুলগুলো বাতাসে উড়ছে। ফটোগ্রাফারদের দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দেন, তারপরেই আবাসনের দিকে ঢুকে যান শচীন কন্যা।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই বিপাকে পড়ে যান সারা। ইন্টারনেটে ট্রলের বন্যা বয়ে যায় তাকে নিয়ে। কেউ তাকে ‘আন্টি‘ বলে সম্বোধন করছেন, আবার কেউ ডাকছেন ‘মোমো‘। একজন তো ‘নেপালি‘ বলেও মন্তব্য করেন। এমনকি শুভমান গিলের প্রসঙ্গ টানতেও ভুল করেননি তারা।
ভিডিওর মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘মোটেই সুন্দরী নয়। শচিন টেন্ডুলকারের মেয়ে শুধু ফর্সা। আর সে কারণেই ও এতোটা জনপ্রিয়।‘ আরেকজন লিখেছেন, ‘পয়ডে কা কামাল বাবু ভাইয়া।‘ অন্য একজন লিখেছেন, ‘ইয়ে তো আন্টি হে গয়ি।‘