
ব্যাটে-বলে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন ভারতীয় তারকা হার্দিক পান্ডিয়া। চোট কাটিয়ে আইপিএলে আলো ছড়িয়ে ফিরেছেন ভারতীয় দলেও। ব্যক্তিগত এবং দলগত পারফরম্যান্সে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার। তার নেতৃত্বে প্রথমবার আইপিএল শিরোপাও জিতে নেয় গুজরাট টাইটান্স।
আইপিএলে সফলতার পর সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দিয়ে ভারতকে সিরিজ জিতিয়েছেন হার্দিক। আর তাতেই বিভিন্ন মহলে দাবি উঠেছে, তার হাতেই তুলে দেওয়া হোক ভারতের টি-টোয়েন্টি দল। ৭ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জেতানোর পর সেই দাবি আরো জোরালো হয়েছে।
ইংলিশদের বিপক্ষে ভারতের জয়ে ব্যাট হাতে ৩৩ বলে ৫১ রান এবং বল হাতে মাত্র ৩৩ রান খরচায় ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন হার্দিক। এমন পারফরম্যান্সের পর প্রশংসার জোয়ারে ভাসছেন হার্দিক। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া বলেছেন, টি-টোয়েন্টিতে এখন ভারতের সবচেয়ে দামি খেলোয়াড় হার্দিক।
হার্দিকের প্রশংসা করে এই ক্রিকেট বিশ্লেষক বলেছেন, ‘হার্দিক ক্রমেই ভারতের সবচেয়ে দামি টি-টোয়েন্টি খেলোয়াড় হয়ে উঠছে। তার মতো আর কেউ নেই। সে যদি পুরোপুরি ফিট থাকে, তাহলে যে কারো বিপক্ষে তাকে নামিয়ে দেওয়া যাবে। সে ভারতের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়।
এদিকে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে হার্দিক বলেছেন, ‘আমি আমার ক্রিকেটটা উপভোগ করছি। আমার দিক থেকে প্রস্তুতিতে অনেক সময় যায়। যাতে আমার শরীর ঠিক অবস্থায় থাকে। খেলার আগে আমি যে বিরতিটা নিই, সেটিকে সুযোগ হিসেবে কাজে লাগাই। আমার মনে হয়, সেই বিরতিটা আমার প্রয়োজন।’