Skip to main content

টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে দামি খেলোয়াড় হার্দিক

Hardik is India's most expensive player in T20

ব্যাটে-বলে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন ভারতীয় তারকা হার্দিক পান্ডিয়া। চোট কাটিয়ে আইপিএলে আলো ছড়িয়ে ফিরেছেন ভারতীয় দলেও। ব্যক্তিগত এবং দলগত পারফরম্যান্সে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার। তার নেতৃত্বে প্রথমবার আইপিএল শিরোপাও জিতে নেয় গুজরাট টাইটান্স।

আইপিএলে সফলতার পর সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দিয়ে ভারতকে সিরিজ জিতিয়েছেন হার্দিক। আর তাতেই বিভিন্ন মহলে দাবি উঠেছে, তার হাতেই তুলে দেওয়া হোক ভারতের টি-টোয়েন্টি দল। ৭ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জেতানোর পর সেই দাবি আরো জোরালো হয়েছে।

ইংলিশদের বিপক্ষে ভারতের জয়ে ব্যাট হাতে ৩৩ বলে ৫১ রান এবং বল হাতে মাত্র ৩৩ রান খরচায় ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন হার্দিক। এমন পারফরম্যান্সের পর প্রশংসার জোয়ারে ভাসছেন হার্দিক। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া বলেছেন, টি-টোয়েন্টিতে এখন ভারতের সবচেয়ে দামি খেলোয়াড় হার্দিক।

হার্দিকের প্রশংসা করে এই ক্রিকেট বিশ্লেষক বলেছেন, ‘হার্দিক ক্রমেই ভারতের সবচেয়ে দামি টি-টোয়েন্টি খেলোয়াড় হয়ে উঠছে। তার মতো আর কেউ নেই। সে যদি পুরোপুরি ফিট থাকে, তাহলে যে কারো বিপক্ষে তাকে নামিয়ে দেওয়া যাবে। সে ভারতের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়। 

এদিকে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে  হার্দিক বলেছেন, ‘আমি আমার ক্রিকেটটা উপভোগ করছি। আমার দিক থেকে প্রস্তুতিতে অনেক সময় যায়। যাতে আমার শরীর ঠিক অবস্থায় থাকে। খেলার আগে আমি যে বিরতিটা নিই, সেটিকে সুযোগ হিসেবে কাজে লাগাই। আমার মনে হয়, সেই বিরতিটা আমার প্রয়োজন।’

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএলের ১৬ তম সংস্করণে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হলেন শুভমন গিল

Shubman Gill. (Photo Source: Jio Cinema) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ফাইনালে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সকে (জিটি) ৫ উইকেটে পরাজিত করে পঞ্চমবারের জন্য শিরোপা জিতে নিল মহেন্দ্র সিং ধোনির...

২০২৩ ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে

Bangladesh ODI team. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images) ২০২৩ ওডিআই বিশ্বকাপ শুরু হতে পাঁচ মাসও আর বাকী নেই। শিরোপা জয়ের জন্য ফেভারিট দলগুলির মধ্যে অন্যতম ভারত, অস্ট্রেলিয়া...

আইপিএল ২০২৩ ম্যাচ ৬২ঃ গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শেষে পয়েন্ট তালিকা

ম্যাচ শেষে পয়েন্ট তালিকাShubman Gill. ( Photo Source: BCCI/IPL ) গতবারের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। এবারের আইপিেলেও সেই দারা বজা রাখল তারা। শুভমন গিলের দুর্ধর্, সেঞ্চুরীটাই সেই রাস্তাটা পরিস্কার...

আইপিএল ২০২৩, ম্যাচ ৬১: সিএসকে বনাম কেকেআর ম্যাচের পরে পরিবর্তিত পয়েন্ট তালিকা

Nitish Rana and Rinku Singh. (Image Source: IPL/BCCI) আইপিএল 2023-এর 61তম ম্যাচে, কলকাতা নাইট রাইডার্স এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে পরাজিত করে প্লে অফের যোগ্যতা অর্জনের জন্য...