
৭ জুলাই ৪১ বছর পূর্ণ হয়েছে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির। দিনভর সব শ্রেণির মানুষের শুভেচ্ছা বার্তায় ভেসেছেন তিনি। তবে জন্মদিনে ধোনি সবচেয়ে বড় চমকটা পেয়েছেন তার স্ত্রী সাক্ষীর কাছ থেকে। মাঝরাতে ধোনিকে কেক কাটতে দাঁড় করিয়ে দেন তিনি। যেখানে উপস্থিত ছিলেন বর্তমান ভারতীয় দলে ধোনির উত্তরসূরি ঋষভ পন্থও।
পরিবারসহ বর্তমানে লন্ডনে রয়েছেন ধোনি। জন্মদিনের আগে বুধবার রাফায়েল নাদাল এবং ফ্রিৎজের খেলা দেখতে যান তারা। উইম্বলডনের সুবাদে সেই ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়। বৃহস্পতিবার ইন্সটাগ্রামে সাক্ষীর শেয়ার এক ভিডিওতে দেখা যায় ধোনির জন্মদিন পালনের বিভিন্ন মুহূর্ত।
সেই ভিডিওতে দেখা যায়, একটি টেবিলের সামনে হাজির ধোনি। সামনে একটি সুন্দর কেক। এক এক করে মোমবাতি নিভিয়ে সেই কেক কাটলেন ধোনি। সেই দৃশ্যটি স্লো মোশনে ভিডিও করেছেন সাক্ষী। ফলে ধোনির জন্মদিন পালনের মুহূর্তগুলো নিখুঁতভাবে দেখা যায়। এছাড়া সাক্ষীর একটি ইন্সটাগ্রাম স্টোরিতে দেখা যায় পন্থকেও।
এজবাস্টন টেস্ট শেষ হওয়ার পরেই ধোনির জন্মদিন পালন করতে লন্ডনে চলে আসেন পন্থ। তিনি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির দলে নেই। এদিকে সাক্ষীর পোস্টের কমেন্টে বলিউড অভিনেতা রণবীর সিং লিখেছেন, ‘তোমাকে খুব ভালোবাসি, মাহি। সুন্দরভাবে জন্মদিনটা কাটাও।’ এছাড়া গায়ক গুরু রণধাওয়া লিখেছেন, স্যারকে শুভ জন্মদিন।’