
করোনায় আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। করোনা পরীক্ষা করানো হলে, পজিটিভ রিপোর্ট আসে তার। ফলে দলের সঙ্গে আয়ারল্যান্ড সফরের বিমানে ধরতে পারেননি স্যান্টনার। সুস্থ না হওয়া পর্যন্ত আপাতত দেশেই থাকতে হচ্ছে এই কিউই তারকাকে।
স্যান্টনারের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফ থেকে আরো জানানো হয়, এদিন সন্ধ্যায় দলের বাকি সদস্যদের সঙ্গে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়তে পারেননি স্যান্টনার।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে নিউজিল্যান্ডের। আগামী ১০ জুলাই থেকে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে আয়ারল্যান্ড সফর করবেন কিউইরা।
তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে আসবেন অধিনায়ক টম লাথাম। এরপর টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে স্যান্টনারের। আয়ারল্যান্ডের পর স্কটল্যান্ডের বিপক্ষ টি-টোয়েন্টি সিরিজের অধিনায়কও তিনি।
এদিকে বিশ্রামে থাকার কারণে দলের সঙ্গে আয়ারল্যান্ডে যাননি দলের প্রধান কোচ গ্যারি স্টেড। তার অনুপস্থিতিতে কোচিংয়ের দায়িত্ব পালন করবেন শেন জার্গেনসেন। তিনি জানান, কোভিডের সামান্য উপসর্গ আছে স্যান্টনারের। নেগেটিভ হয়ে ডাবলিনে ফেরার পরই তার খেলার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।