Skip to main content

এশিয়া কাপের একাদশে রিয়াদের জায়গা হবে? 

Mahmudullah Riyad

মাহমুদউল্লাহ রিয়াদ

সময় কত দ্রুত বদলে যায়৷ কিছুদিন আগেও তিনি ছিলেন টিম বাংলাদেশের অপরিহার্য খেলোয়াড়। টি টোয়েন্টির অধিনায়ক। সেই তিনিই এখন এশিয়া কাপে বাংলাদেশ দলে থাকবেন কিনা সেটা নিয়েই চলছে আলোচনা। মাহমুদউল্লাহ রিয়াদ মুদ্রার ওপিঠও দ্রুত দেখলেন। 

দেশের সাইলেন্ট কিলার হিসেবে খ্যাত রিয়াদ এশিয়া কাপে থাকবেন কি না সেটা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশের ঘোষণা করা ১৭ জনের দলে ঠাই পেয়েছেন তিনি। জিম্বাবুয়ে সফরে ‘বিশ্রামে’ থাকায় অধিনায়ক ছিলেন না। এশিয়া কাপেই নেতৃত্ব থেকে বাদ পড়েন রিয়াদ। নতুন টি টোয়েন্টি অধিনায়ক হন সাকিব।  

ইংলিশদের হারিয়ে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে দলকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে নিয়ে যাওয়া এরকম অনেক অর্জনই রয়েছে রিয়াদের হাতে। কিন্ত বর্তমান বয়সটাই যে তার পক্ষে নেই। রিয়াদের শেষের শুরুও হয়ে গেছে। 

এশিয়া কাপের একাদশে তার জায়গা এখনও অনিশ্চিত। প্রথমত, তিনি অধিনায়ক নন, তার উপর দলে মিডল-অর্ডার ব্যাটারের সংখ্যাও তুলনামূলক বেশি। যদিও টিম ডিরেক্টর খালেহ মাহমুদ সুজন বলেছেন, একাদশে জায়গা আছে রিয়াদের। কারণ হিসেবে বলেছেন অভিজ্ঞতা। যদিও গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অভিজ্ঞতার ফল সেভাবে দিতে পারনেনি এই ক্রিকেটার।

সুজন বলেন,” মাহমুদউল্লাহর জায়গা তো থাকবেই। অভিজ্ঞতা আছে। এই ফরম্যাটে অনেক ম্যাচ খেলেছে। আমার মনে হয় ১২০ টার মত ম্যাচ খেলেছে।ব্যাটার আমরা অনেককে নিয়েছি। আমি যেটা বারবার বলছি পজিশন ফিক্সড করার কথা বলছি না যে কে কোথায় ব্যাট করবে। রিয়াদকে হয়তো উপরে ব্যাট করতে হতে পারে, হয়তো সাত আটে করবে। আমি জানিনা কোথায় করাব।”

সুজন আরও বলেন,” আমরা আমাদের এখনো ওইভাবে বসিনি। যাওয়ার আগে সবাইকে দায়িত্বটা বুঝিয়ে দিব। আমাদের কী প্রত্যাশা সেটাও স্পষ্ট করে বলা হবে। ১০৬-১০ স্ট্রাইক রেটে ব্যাট করে আপনি আন্তর্জাতিক ক্রিকেট জিততে পারবেন না। আপনার ১৪০-৫০ এ ব্যাট করতে হবে।

এদিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, আশাবাদী ভালো করবে এই দল। তিনি বলেন ” আশা করছি এশিয়া কাপে ভালো কিছু করবে আমাদের দল। জিম্বাবুয়েতে আমরা ভালো করতে পারিনি ঠিক, তবে এশিয়া কাপে পারফরম্যান্সের উন্নতি হবে।”

সময়েই বলে দেবে নান্নুর প্রত্যাশা পূরন হবে কিনা।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএলের ১৬ তম সংস্করণে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হলেন শুভমন গিল

Shubman Gill. (Photo Source: Jio Cinema) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ফাইনালে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সকে (জিটি) ৫ উইকেটে পরাজিত করে পঞ্চমবারের জন্য শিরোপা জিতে নিল মহেন্দ্র সিং ধোনির...

২০২৩ ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে

Bangladesh ODI team. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images) ২০২৩ ওডিআই বিশ্বকাপ শুরু হতে পাঁচ মাসও আর বাকী নেই। শিরোপা জয়ের জন্য ফেভারিট দলগুলির মধ্যে অন্যতম ভারত, অস্ট্রেলিয়া...

আইপিএল ২০২৩ ম্যাচ ৬২ঃ গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শেষে পয়েন্ট তালিকা

ম্যাচ শেষে পয়েন্ট তালিকাShubman Gill. ( Photo Source: BCCI/IPL ) গতবারের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। এবারের আইপিেলেও সেই দারা বজা রাখল তারা। শুভমন গিলের দুর্ধর্, সেঞ্চুরীটাই সেই রাস্তাটা পরিস্কার...

আইপিএল ২০২৩, ম্যাচ ৬১: সিএসকে বনাম কেকেআর ম্যাচের পরে পরিবর্তিত পয়েন্ট তালিকা

Nitish Rana and Rinku Singh. (Image Source: IPL/BCCI) আইপিএল 2023-এর 61তম ম্যাচে, কলকাতা নাইট রাইডার্স এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে পরাজিত করে প্লে অফের যোগ্যতা অর্জনের জন্য...