পুরুষ কিংবা নারী, বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তির নাম অস্ট্রেলিয়া। তাদেরকে হারানো যেমন মোটেই সহজ ব্যাপার নয়, তেমনি অজিদের বিপক্ষে জয় পাওয়াটাও বড় অর্জন। আর আরাধ্য সেই জয়টা যদি পায় বাংলাদেশের মতো উঠতি শক্তির দল, তবে তার মাহাত্ম্য বেড়ে যায় অনেক। এবার অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে, অস্ট্রেলিয়ান নারীদের ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের নারীরা। এরপর থেকেই সংবাদ শিরোনামে দেশের নারী ক্রিকেটাররা।
দক্ষিণ বেনোনিতে শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাঘিনীরা। ম্যাচে আগে ব্যাটিং করে অবশ্য খুব একটা খারাপও করেননি অজি নারীরা। বাঘিনীদের সামনে ১৩১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেয় অজিরা। অবশ্য সেই লক্ষ্যটা বেশ হেসে খেলেই তাড়া করেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৭ উইকেট হাতে রেখে জয় পাওয়ায় বিশ্বকাপের শুরুটাও হয়েছে দারুন।
লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন দিলারা আকতার। সাজঘরে ফেরার আগে ৪২ বল থেকে ৪০ রানের দৃঢ় ইনিংস খেলেছেন এই ওপেনার। এছাড়া ছোট ছোট অবদান রেখেছেন আফিয়া হুমাইরা, স্বর্ণা আকতার এবং সুমাইয়া আকতাররা। যদিও ম্যাচসেরার পুরস্কার ওঠেছে দিলারার হাতে। সেইসাথে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের সেরা খেলোয়াড় হলেন তিনি।
এই জয়ের ফলে আত্মবিশ্বাসের মাত্রাটাও বেড়ে যাবে বাংলাদেশি নারীদের। কারণ টুর্নামেন্টের হট ফেভারিটদের হারিয়ে যাত্রা শুরু করা মানেই, নিজেদের শক্তির জানান দেওয়া। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও ভালো খেলার প্রেরণা হিসেবে কাজ করবে। অবিশ্বাস্য জয়ের পর দলের আবহটাও বেশ চাঙা। পরের ম্যাচেও দলগত খেলাটা ধরে রাখতে চান তারা।
চমকপ্রদ তথ্য হলো, দক্ষিণ আফ্রিকার মাটিতেই ২০২০ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। যদিও প্রথমবারের মতো সেই বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন, আকবর আলির নেতৃত্বাধীন পুরুষ দল। এবার দেশটিতে আরো একটি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যদিও ফরম্যাটের ভিন্নতা আছে। তবু নারীদের সামনে সুযোগ থাকছে, পুরুষদের সেই ইতিহাস পুনরাবৃত্তি করার।