
প্রত্যেক বছরই প্রিমিয়ার ডিভিশন লিগের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠে। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অনলাইনে প্রায়শই দেখা যায় কোন না কোন ম্যাচেই হচ্ছে পক্ষপাত মূলক আম্পায়ারিং। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা শেষে এমন অভিযোগের প্রসঙ্গ উঠলে দ্বিমত পোষণ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
উল্টো চটে গিয়ে অভিযোগকারীদের এক হাত নিলেন তিনি। অভিযোগকারীদের ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পাপন বলেন, ‘আম্পায়ারিং নিয়ে কী কী অভিযোগ আমাদের জানান, একসাথে বসে দেখব। সমস্যা থাকলে অবশ্যই সমাধান করব। বিসিবি বসের দাবী, সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে আম্পায়ারিং নিয়ে কোন সমস্যাই হয় নি।
পাপন বলেন, ‘প্রিমিয়ার ডিভিশনে আম্পায়ারিং নিয়ে সমস্যা হয়েছে বলে আমার জানা নাই। আমরা প্রিমিয়ার ডিভিশনে আগের থেকে শুরু করেছিলাম। ম্যাচ রেকর্ড করা আছে। হ্যা, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের খেলা থেকে আমাদের কাছে বেশি অভিযোগ আসত। তারপর প্রথম বিভাগে সব ম্যাচ রেকর্ড করা হচ্ছে। এখন আমরা সবগুলোই করছি। যখন থেকে রেকর্ড করছি তখন থেকে অভিযোগ আসছে না।’
খানিকটা ক্ষোভের সুরে বিসিবি সভাপতি আরো বলেন, ‘টকশোতে এসে আম্পায়ারিং নিয়ে ঢালাওভাবে বলে যাচ্ছে। কোন খেলাটা নিয়ে অভিযোগ বলেন? আমাদের কাছে সব রেকর্ড করা আছে, আমরা দেখব। আপনাদের সবার সামনেই দেখব, বসলেই তো দেখা যাবে কি হয়েছে। আমাদের কাছে এখন অভিযোগ আসে না। শেষ বছর তো কোন অভিযোগই আসেনি।’