Ben Stokes. (Photo Source: Twitter)
৮ই এপ্রিল, শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের বারোতম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এমআই বনাম সিএসকের ম্যাচ দেখার জন্য সবসময়ই উদ্দীপ্ত থাকেন ক্রিকেট ভক্তরা। তবে এই ম্যাচের আগে সিএসকে শিবিরে একটি চিন্তার বিষয় দেখা দিয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলনের সময় চোট পেয়েছেন সিএসকের অভিজ্ঞ ব্যাটসম্যান বেন স্টোকস।
অ্যাশেজ সিরিজের আগে যাতে স্টোকস চোট সারিয়ে পুরোপুরি ফিট হতে পারেন সেজন্য তার বাম হাঁটুতে কর্টিসোন ইনজেকশন দেওয়া হয়েছে। সেই কারণে আইপিএল ২০২৩-এ তাকে বল করতে দেখা যায়নি।
চেন্নাই সুপার কিংসের মিডিল অর্ডারের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান বেন স্টোকস। ডিসেম্বর মাসে মিনি নিলামে ইংল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে কিনেছিল সিএসকে। তবে স্টোকস প্ৰথম দুটি ম্যাচে ব্যাট হাতে নিজের যোগ্যতা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে তিনি ৬ বলে ৭ রান করেন। কেএল রাহুলের নেতৃত্বাধীন দল লখনউ সুপার জায়ান্টাসের (এলএসজি) বিরুদ্ধে স্টোকস ৮ বলে ৮ রান করেন। দুটি ম্যাচেই তার ১০ রানের গন্ডি পার করতে না পারা অবশ্যই সিএসকের জন্য একটি চিন্তার বিষয়।
আইপিএল ২০২৩-এ নিজেদের প্ৰথম ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স
আইপিএলের আগের মরসুমে লিগ তালিকায় সবার শেষে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলেও রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের শুরুটা ভালো হয়নি। ফ্যাফ ডু প্লেসিসে দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে ৮ উইকেটে পরাজিট হয়েছিল তারা। সেই ম্যাচে এমআইয়ের মিডিল অর্ডার ব্যাটসম্যান তিলক ভার্মা বাদে আর কেউই খুব বেশি রান পাননি। আরসিবির বিরুদ্ধে তিলক ৪৬ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৯টি চার এবং ৪টি ছয়।
অন্যদিকে প্ৰথম ম্যাচে জিটির বিরুদ্ধে ৫ উইকেটে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে এলএসজির বিরুদ্ধে কামব্যাক করে সিএসকে। লখনউ সুপার জায়ান্টাসকে ১২ রানে পরাজিত করেছিল তারা। সিএসকের ওপেনিং ব্যাটসম্যান রুতুরাজ গায়কওয়াড় খুব ভালো ফর্মে রয়েছেন। তিনি প্ৰথম ও দ্বিতীয় ম্যাচে যথাক্রমে ৫০ বলে ৯২ এবং ৩১ বলে ৫৭ রান করেন। এই ম্যাচে কোন দল জয়ী হয় সেটাই এখন দেখার বিষয়।
The post মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে বেন স্টোকসের ফিটনেস নিয়ে চিন্তা দেখা দিয়েছে চেন্নাই সুপার কিংস শিবিরে appeared first on CricTracker Bengali.