Suryakumar Yadav. (Photo Source: Twitter)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন সূর্যকুমার যাদব। আর তা নিয়েই শুরু হয়েছে এবার নানান জল্পনা। সেই থেকেই সূর্যকুমার যাদবকে ভারতীয় দলের প্রথম একাদশে না রাখার দাবীতেও সোচ্চ্বার হয়েছিলেন সকলে। এমন পরিস্তিতিতেই সূর্যকুমার যাদবের পাশে দাঁড়াচ্ছেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার দানিশ কানেরিয়া। তাঁর মতে সূর্যকুমার যাদবের এমন খারাপ পারফরম্যান্সের জন্য নাকি ভারতীয় টিম ম্যানেজমেন্টই দায়ী। বিশেষ করে শেষ ম্যাচে সূর্যকুমার যাদবকে শেষের দিকে নামানো নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর তিনটি একদিনের ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন সূর্যকুমার যাদব। তিনটি ম্যাচেই মাত্র একটি করে বল খেলতে পেরেছিলেন এই তারকা ক্রিকেটার। প্রতিটি ম্যাচেই শূন্য রানে সাজঘরে ফিরে গিয়েছিলেন সূর্যকুমার যাদব। এই প্রথম কোনও ভারতীয় ক্রিকেটার একদিনের ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর তিনটি ম্যাচেই শূন্য রান করেছেন। সেই থেকেই যে তাঁকে নিয়ে সমালোচনা শুরু হবে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতেই সূর্যকুমার যাদবের পাশে দাঁড়াচ্ছেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার দানিশ কানেরিয়া।
ওডিআই সিরিজে তিন ম্যাচেই শূন্য রান করেছেন সূর্যকুমার
এই মুহূর্তে একদিনের ফর্ম্াটেও একেবারে ভাল পারফর্ম্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে না ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। অস্চট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচেই শূন্য রানে ফিরেছেন এই তারকা ক্রিকেটার। সেই থেকেই তাঁকে নিয়ে চলছে বিস্কতর জল্পনা। এমনটা হওয়ার পরই শেষ ্মনযাচে সূর্যকুমার যাদবকে একেবারে শেষের দিকে নামানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এমন পরিস্থিতিতেই দানিশ কানেরিয়া তাঁর পাশে দাঁড়াচ্ছেন।
তিনি জানিয়েছেন, “সূর্যকুমার যাদবের ক্ষ্েত্রে ভারতীয় দল যথেষ্ট আত্মবিশ্বাস প্রদর্শন করতে পারেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে একেবারেই তাঁর পজিশন বদলানো উচিত্ কাজ হয়নি। এমনকী বিরাট কোহলির মতো ক্রিকেটারও নিজের ফর্মে ফেরার জন্য বেশ কিছুটা সময় নিয়েছিল। কিন্তু তাঁর পজিশন কিন্তু একেবারেই বদলানো হয়নি। তবে সূর্যকুমার যাদবের পজিশন কেন বদলানো হল। আমার মতে সূর্যকুমার যাদবের এমন পারফরম্যা্ন্সের জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টি দায়ী। একইসঙ্গে এটা রোহিত শর্মারও যথেষ্ট ভুল রয়েছে। বলতে গেলে তাঁর মোটিভেশন অেেেনেকটাই নষ্ট করে দেওয়া হয়েছে”।
ভারতীয় দলের হয়ে এই মুহূর্তে টি টোয়েন্টি ফর্ম্যাটে আইসিসির তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। কিন্তু একদিনের ফর্ম্যাটে একেবারেই ভাল ফর্মে নেই এই তারকা ক্রিকেটার। সামনেই রয়েছে আইপিএল, সেখানেই তিিনি ফর্মে ফিেরতে পারেন কিনা সেটাই দেখার।
The post সূর্যকুমার যাদবের ব্যর্থতার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টকেই দায়ী করলেন দানিশ কানেরিয়া appeared first on CricTracker Bengali.