Skip to main content

ইংল্যান্ড সিরিজের আগে ওমরাহ হজ্ব পালন করলেন তাসকিন

ইংল্যান্ড সিরিজের আগে ওমরাহ হজ্ব পালন করলেন তাসকিন

ফেব্রুয়ারির শেষদিকে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে টিটোয়েন্টি সিরিজে খেলবেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। তবে তার আগে বেশকিছু দিনের ছুটিতে আছেন ডানহাতি এই পেসার। আর এই ফাঁকেই পবিত্র ওমরাহ হজ্ব পালন করতে গেলেন তিনি। পবিত্র কাবা ঘরের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন তাসকিন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

কিছুদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন তাসকিন। কিন্তু সেখানে সাফল্য পায়নি তার দল ঢাকা ডমিনেটর্স। যদিও ছন্দময় বোলিং করেছেন তাসকিন। কিন্তু ভাগ্য সহায় হয়নি তাসকিনের। বিপিএলে আরো একবার চোটে পড়েছেন তিনি। যে কারণে শেষদিকে কয়েকটি ম্যাচও খেলতে পারেননি তিনি। মূলত ইংল্যান্ড সিরিজের জন্য ফিট রাখতেই তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসক।

বিশ্রামের সময়ে খেলার বাইরে থাকা সময়টাই কাজে লাগালেন তাসকিন। টাইগার পেসার চান, প্রত্যেক মুসলমান যেন এই পবিত্র জায়গায় যেতে পারেন। ফেইসবুকে ছবি প্রকাশ করে তাসকিন লিখেন, ” যে তোমার কাবা ঘরকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো ইয়া আল্লাহ। প্রত্যেক মুসলমান ভাইবোন যেন জীবনে একবার হলেও তোমার ঘরে আসতে পারে। তুমি তৌফিক দিও।

পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে তাসকিন কবে দেশে ফিরছেন, বিষয়ে আপাতত কিছু জানা যায়নি। তবে জানা গেছে, কয়েক দিনের মধ্যে দেশে ফিরতে পারেন তারকা এই ক্রিকেটার। কারণ, ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের খুব বেশি দেরি নেই। তাছাড়া বিশ্রাম থেকে ফিরে, বোলিং অনুশীলনে নামতে হবে তাকে। এই সিরিজে দলের অন্যতম সেরা পেসারের কাঁধে আছে গুরুদায়িত্ব।

এদিকে তাসকিন ছাড়াও পবিত্র ওমরাহ হজ্ব পালন করতে গেলেন, বাংলাদেশ দলের আরো এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বিপিএলের খেলা শেষে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। অবশ্য কয়েক দিনের মধ্যেও হজ্ব পালন করে তারও দেশে ফেরার কথা। সেখান থেকে ফিরে মিরাজও নেমে পড়বেন ব্যাটবল নিয়ে। নিজেকে ঝালিয়ে নেবেন ইংল্যান্ড সিরিজের জন্য।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল ২০২৪-এর রাইজিং স্টারস: ক্রিকেটের ভবিষ্যত গঠনকারী উদীয়মান খেলোয়াড়দের আবিষ্কার করুন!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সর্বদাই তরুণ ক্রিকেটারদের জন্য তাদের প্রতিভা প্রদর্শন এবং বিশ্ব মঞ্চে নিজেদের জন্য একটি নাম তৈরি করার একটি প্ল্যাটফর্ম। ২০২৪ মরসুম আলাদা নয়, উদীয়মান খেলোয়াড়দের একটি নতুন...

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা!

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা! আইপিএল ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিণত হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি...

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...