Skip to main content

আইপিএলের সবথেকে নিঃস্বার্থ ক্রিকেটার ধোনি

আইপিএলের সবথেকে নিঃস্বার্থ ক্রিকেটার ধোনি

আগামী মার্চের শেষ দিকে পর্দা উঠতে যাচ্ছে আইপিএলের ষোড়শ আসরের। গোটা ক্রিকেট বিশ্বের কাছে  জনপ্রিয় এই লিগ নিয়ে মানুষের উত্তেজনার পারদ দিন দিন বেড়েই চলছে। ক্রিকেট জগতের বড় বড় তারকা ক্রিকেটাররা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই লিগে পারফর্ম করার জন্য। জনপ্রিয় এই লিগের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবার চারবারের আইপিএল জয়ী অধিনায়কই আইপিএলের সবচেয়ে নিঃস্বার্থ ক্রিকেটার হিসেবে বিবেচিত হয়েছেন। সম্প্রতি ধোনিকে এমনই স্বীকৃতি দিয়েছেন  ক্রিস গেইল, অনিল কুম্বলের মতো তারকা ক্রিকেটাররা। 

আইপিএলের এবারের আসরের খেলা মোবাইলে দেখা যাবে জিয়োসিনেমা নামক অ্যাপে। আর এই অ্যাপের একটি অনুষ্ঠানে এসেছিলেন ক্রিস গেইল, অনিল কুম্বলে, রবিন উথাপ্পা, স্কট আইরিসসহ আরও অনেক প্রাক্তন ক্রিকেটাররা। এই অনুষ্ঠানের একটি প্রশ্নোত্তর পর্বে দ্রুত প্রশ্ন করা হচ্ছিল। সেখানে তাদের কাছে জানতে চাওয়া হয় আইপিএলের সবচেয়ে নিঃস্বার্থ ক্রিকেটারের নাম। তখন কুম্বলেরা ধোনিকেই বেছে নেন। 

ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সেই ২০২০ সালে। কিন্তু আইপিএলের নিয়মিত মুখ ভারতের এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। এখনও প্রায় দুই মাস বাকি আইপিএলের। কিন্তু ইতোমধ্যে  তার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। নেটে অনুশীলনে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে তাকে। আসন্ন আসরের জন্য বেশ ভালোভাবেই  নিজেকে প্রস্তুত করছেন ধোনি। 

করোনা পরিস্থিতির পর আইপিএল শুরু হতে যাচ্ছে পুরো উদ্যমে। গোটা দেশের বিভিন্ন শহরের দলগুলো আবার নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে। নামবেন মহেন্দ্র সিং ধোনিও। ২০২২ সালে চেন্নাই সুপার কিংস প্লে অফে উঠতে পারেনি। মনে করা হয়েছিল হয়তো অবসর নিয়ে নেবেন ধোনি। কিন্তু তখনই তিনি জানিয়েছিলেন ২০২৩ আইপিএলেও খেলবেন তিনি। ধোনি বলেছিলেন, ” আমি এখনই ক্রিকেটকে বিদায় বলছি না। আমি অবশ্যই ফিরে আসব। আগামী আসরেও আমি থাকব। ভারতের বিভিন্ন শহরে খেলে এবং চেন্নাইয়ের দর্শকদের সামনে খেলে আমি বিদায় নিতে চাই। ” 

উল্লেখ্য, আইপিএলে ধোনি মোট ২৩৪ টি ম্যাচ খেলেছেন। উইকেটরক্ষক হিসেবে দলের অন্যতম ভরসার নাম তিনি। জাতীয় দলের মত আইপিএলেও  ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। আইপিএলে তার ব্যাট থেকে এ পর্যন্ত এসেছে মোট ২২৯ টি ছক্কা। ৩৯.২ গড়ে মোট করেছেন ৪৯৭৮ রান। আসন্ন আসরের জন্যও নিজেকে প্রস্তুত করছেন তিনি। নেটে দারুণ সব শট অনুশীলন করতে দেখা গেছে মাহিকে। দেখা যাক এবারের  আসরে কেমন করেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক।

আরো আজকের ট্রেন্ডিং

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...

উদীয়মান তারকা: তরুণ প্রতিভা আইপিএল ২০২৪-এ প্রভাব ফেলছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণ প্রতিভা ক্রিকেটের দ্রুত গতির খেলায় উজ্জ্বল হয়। আইপিএল ২০২৪ ব্যতিক্রম নয় এবং নতুন ক্রিকেটাররা বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শন করেছে।...

অভ্যন্তরীণ কাজগুলি উন্মোচন করা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), অকথিত গল্প এবং লুকানো বাস্তবতার বিশ্বে প্রবেশ করা!

যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) তার মাঠের অ্যাকশন দিয়ে ক্রিকেট ভক্তদের চমকে দেয়, তখন পর্দার আড়ালে ঘটছে কার্যকলাপের পুরো মহাবিশ্ব যা প্রায়শই অলক্ষিত হয়। সূক্ষ্ম টুর্নামেন্ট পরিকল্পনা থেকে শুরু করে...