Skip to main content

বিপিএল নবম আসরের সূচি প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বিপিএল নবম আসরের সূচি প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আন্তর্জাতিক সূচি শেষ না হতেই ক্রিকেটাররা নেমে যাবেন ঘরোয়া লিগে। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সূচিটা ঠিক এমন। ৬ জানুয়ারি থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার কথা। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জানালো, ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের নবম আসরের চূড়ান্ত সময়সূচী। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করা হয়।

চূড়ান্ত সময়সূচী অনুযায়ী ৬ জানুয়ারি পর্দা ওঠার পর ১৭ ফেব্রুয়ারি পর্দা নামবে বিপিএলের। এই আসরের উদ্বোধনী ম্যাচ লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট স্ট্রাইকার্স। বরাবরের মতো এবারের বিপিএলও শুরু হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। অবশ্য পর্যায়ক্রমে এই টুর্নামেন্ট গড়াবে আরো দুটি ভেন্যুতে। দুই ধাপে বিপিএল যাবে বন্দরনগরী চট্টগ্রাম এবং সিলেটে।

অবশ্য টুর্নামেন্টের সমাপনী পর্বও অনুষ্ঠিত হবে ঢাকায়। এবারের আসরে প্রতিদিন অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২ টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধা ৭ টায়। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে সূচিতে একটু পরিবর্তন হবে। প্রথম ম্যাচ শুরু হবে ২:৩০ টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৭:৩০ টায়। আধা ঘন্টা পেছানো ছাড়া বাকি সবকিছু একইভাবে চলবে সবগুলো ম্যাচে।

এদিকে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, লিগ পর্বের পর প্রতিটি ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। ফলে আবহাওয়াজনিত কারণে এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনালে ম্যাচ অনুষ্ঠানে বিঘ্ন ঘটলে, সেক্ষেত্রে রিজার্ভ ডে ব্যবহার করা হবে। তবে প্রযুক্তিগতভাবে কতটা আধুনিক হচ্ছে এবারের আসর। সে সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

গত আসর গুলোতে বিপিএল নিয়ে কম বিতর্ক হয়নি। অনেক দলের বিপক্ষেই অভিযোগ রয়েছে তারা ঠিকভাবে খেলোয়াড়দের টাকা পরিশোধ করেনি। এদিকে এবার কড়া নজর রয়েছে বিসিবির। এই ধরনের বিতর্ক যাতে না ওঠে সেদিকে বোর্ড কর্তারা সচেতন বলেও জানিয়েছে বোর্ড। অন্যদিকে সম্প্রচারের মান নিয়েও বারবার প্রশ্ন উঠেছে। সেদিকেও যেন বিতর্ক মুক্ত থাকা যায় সেই চেষ্টাই করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। 

বিগত আসরগুলোতে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে নানা আয়োজন ছিলো। অনেক সময় বলিউড তারকাদের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান গ্লামারাস করার চেষ্টাও করা হয়েছে। এবার কি হবে সেটা নিয়ে বোর্ড অবশ্য অগ্রীম কোন ধারনা দেয়নি। বিপিএলকে বাংলাদেশের টি টোয়েন্টি ফরম্যাটের জন্য খেলোয়াড় বাছাইয়ের মঞ্চ ভাবলেও এতদিনে তেমন কোন ক্রিকেটার উঠে আসেনি। বরং বিভিন্ন সময় বিপিএলের মান নিয়ে প্রশ্ন উঠেছে। সব বিতর্ক পেছনে ফেলে এবার তাই মান সম্মত বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। তবে বিভিন্ন সীমাবদ্ধতায় সেটা কতোটা সম্ভব হবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...

উদীয়মান তারকা: তরুণ প্রতিভা আইপিএল ২০২৪-এ প্রভাব ফেলছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণ প্রতিভা ক্রিকেটের দ্রুত গতির খেলায় উজ্জ্বল হয়। আইপিএল ২০২৪ ব্যতিক্রম নয় এবং নতুন ক্রিকেটাররা বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শন করেছে।...