Skip to main content

হাসপাতালে ভর্তি হলেন নাসিম শাহ 

Naseem Shah

এবারের এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় নাসিম শাহর। সেই ম্যাচ থেকেই নজরকাড়া পারফর্ম করে চলেছেন এই তরুণ পেসার। আফগানিস্তানের বিপক্ষে তো প্রায় হারতে বসা পাকিস্তানকে পরপর দুই বলে ছক্কা মেরে জিতিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও সুযোগ পেয়েছেন তিনি। তবে তার আগেই পেলেন দুঃসংবাদ।

শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালের বেডে যেতে হলো নাসিমকে। পাকিস্তানি গণমাধ্যমের খবরে জানানো হয়, মূলত ভাইরাস ইনফেকশনের কারণেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে এই পেসারকে। এদিকে বর্তমানে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ লড়ছে বাবর আজমের দল।

অসুস্থতার কারণে সিরিজের পঞ্চম ম্যাচে নাসিমকে পাচ্ছে না পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করেছেন দলের এক মুখপাত্র। তিনি জানান, ‘নাসিমের স্বাস্থের অবনতির কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে অবস্থা এখন উন্নতির দিকে। সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে পারবে কি না, তা নির্ভর করছে মেডিকেল রিপোর্টের উপর।’

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তিনটি ম্যাচে বিশ্রামেও ছিলেন নাসিম। হাসপাতালে থাকার কারণে পঞ্চম ম্যাচেও মাঠে নামা হবে না তার। সেক্ষেত্রে সিরিজের শেষ দুই ম্যাচেও যদি নাসিমকে পাওয়া না যায়, তবে পাকিস্তান দলের জন্যই ক্ষতি। কেননা, এই সিরিজে সমানে সমান লড়াই চলছে দুদলের। সেখানে গুরুত্বপূর্ণ হতে পারেন নাসিম।

এদিকে নাসিমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে অনেকেই তার সুস্থতা কামনা করে পোস্ট করেছেন। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পেস আক্রমনে শাহিন আফ্রিদির পাশাপাশি  নেতৃত্ব দিতে পারেন নাসিম শাহ। অনেকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে পাকিস্তানের তুরুপের তাস বলেও মনে করেন।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা!

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা! আইপিএল ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিণত হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি...

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...