Skip to main content

এশিয়া কাপের গ্যালারীতে উর্বশী, পন্থ – উর্বশিকে নিয়ে জল্পনা ফের তুঙ্গে

Urvashi in the Asia Cup gallery; Speculations about Urvashi-Pant rose again 

এশিয়া কাপের গ্যালারীতে উর্বশী, পন্থ - উর্বশিকে নিয়ে জল্পনা ফের তুঙ্গে

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পন্থ এবং অভিনেত্রী উর্বশী রাওতেলা। সেই রেশ থামতে না থামতেই এশিয়া কাপের মধ্যেই ফের আলোচনায় এই তারকা জুটি। 

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গ্যালারীতে হাজির হয়ে যান অভিনেত্রী। ম্যাচে কোহলিদের সমর্থন দিতেও দেখা যায় উর্বশীকে। তবে এদিন ভারতের একাদশে সুযোগই পাননি পন্থ। তার বদলে খেলেছেন দিনেশ কার্তিক।

দুবাইয়ের ভারতের ব্যাটিংয়ের সময় ক্যামেরার লেন্স খুঁজে নেয় উর্বশীকে। এসময় ভারতের পতাকা হাতে বসে থাকতে দেখা যায় তাকে। রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়ার চার-ছক্কায় উচ্ছ্বাসও প্রকাশ করেন তিনি। মাঠে থাকার ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করেছেন লাস্যময়ী এই অভিনেত্রী।

এরপর থেকেই পন্থ – উর্বশিকে ঘিরে শুরু হয়েছে গুঞ্জন।৷ তবে কি পন্থের  প্রেমের টানেই গ্যালারিতে ছুটে এলেন অভিনেত্রী? ক্রিকেটারদের সাথে অভিনেত্রীদের প্রেম নতুন কোন ঘটনা নয়। স্বয়ং ভারতের সাবেক অধিনায়ক কোহলি- বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে বিয়ে করেই একেই ছাদের নিচে থাকছে। সেপথেই আগাচ্ছিলেন দুজনে, কিন্ত মাঝে পন্থ- উর্বশীর সম্পর্কে ভাটা পড়ে। 

সম্প্রতি এক সাক্ষাতকারে উর্বশী জানান, আরপি নামের এক ব্যক্তি তার সঙ্গে দেখা করতে হোটেলে অপেক্ষা করেন। তবে সে কথা বেমালুম ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। পরে তার সঙ্গে মুম্বাইয়ে দেখা করেন সেই ব্যক্তি। সাক্ষাতকারে নাম উল্লেখ না করলেও, উর্বশীর বক্তব্যে পন্থকে নিয়ে আলোচনা শুরু হয় নেট দুনিয়ায়।

তাতে অবশ্য চুপ করে থাকেননি ভারতীয় উইকেটরক্ষকও। ইন্সটাগ্রামে পন্থ লেখেন, ‘জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ সাক্ষাতকারে কত মিথ্যা বলে। দেখে অবাক লাগে! নাম এবং খ্যাতির জন্য মানুষ কত তৃষ্ণার্ত। সৃষ্টিকর্তা সবার ভালো করুক। আমার পিছু ছেড়ে দাও বোন। মিথ্যা বলার একটা সীমা থাকে।’

এশিয়া কাপের গ্যালারিতে অভিনেত্রীর উপস্থিতি ফের জল্পনা উস্কে দিচ্ছে। ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের অনেকে বলছেন তবে কি পন্থ – উর্বশির ঝামেলা মিটমাট হয়ে গেল? দুজনে মিলে কি আবার ডুবে ডুবে জল খাচ্ছেন? 

দুজনের সম্পর্ক নিয়ে কেউ অবশ্য  মুখ খোলেননি।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা!

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা! আইপিএল ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিণত হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি...

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...