Skip to main content

উর্বশী-পন্থ দ্বৈরথ যেন থামছেই না

The Urvashi-Pant rivalry continues

উর্বশী-পন্থ দ্বৈরথ যেন থামছেই না 

দুইজন দুই জগতের নামিদামি তারকা। একজন বাইশগজে চারছক্কার ফুলঝুরি ছুটিয়ে নিজেকে নিয়েছেন অনন্য উচ্চতায়। অন্যজন বিনোদন জগতের অন্যতম একজন হটথ্রব অভিনেত্রী। বলিউডের উর্বশী রাউতেলা ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের মধ্য একসময় প্রেমের গুঞ্জন থাকলেও বর্তমানে একজন আরেকজন ট্রল করেই বেশ মজা পাচ্ছেন। 

দুইজনের সম্পর্কে ভাটা পড়েছে বেশ কয়েকদিন থেকেই৷ এরপর থেকেই মূলত শুরু হয়েছে এই খোঁচাখুঁচি পর্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা কোন সাক্ষাৎকারে একে অপরকে নিয়ে ভালোই সমালোচনায় মেতেছেন।

বেশ কয়েকদিন পূর্বে ঋষভকে বেশ কটাক্ষ করেই একটি বক্তব্য দিয়েছেন উর্বশী। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে পাল্টা জবাব দিয়েছেন ঋষভও। তবে ভারতীয় এই ক্রিকেটার স্টোরিটি মিনিট দশেকের মধ্যেই আবার মুছেও দিয়েছেন। ব্যাপারটি এখানে থেমে গেলেও হয়তো পারত। 

তবে, ঋষভের স্টোরির পাল্টা জবাব দিতে যেয়ে তাকে ছোট ভাই বলে সম্বোধন করেন উর্বশী। সেখানে তিনি লিখেন, ‘ছোটু ভাইয়ার ব্যাট বল খেলা উচিত। আমি কোনও মুন্নি নই যে তোমার মতো একটা বাচ্চা ছেলের জন্য বদনাম হতে আসব।এরপর সেখানে হ্যাশট্যাগ দিয়ে লিখেন, ‘আরপি ছোটু ভাইয়া ঋষভকে রাখির শুভেচ্ছা জানাতেও ভোলেন নি উর্বশী। পাশাপাশি সঙ্গে ছিল তাঁর সাবধানবাণী, ‘চুপ করে থাকা একটি মেয়ের সুযোগ নিও না

উর্বশীর করা এমন মন্তব্যের জবাবও দিয়েছেন ঋষভ। তবে এবার একটু ভিন্ন আঙ্গিকে। নতুন একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেন, ‘আপনি যা নিয়ন্ত্রণ করতে পারবেন না তার উপর চাপ দেবেন না।এই পোস্টটি যে আদতে বলিউড সুপারস্টারকে ঘিরেই করা হয়েছে সেটি বুঝতে বাকি রয়নি কারো।

এর আগে ভারতের জনপ্রিয় সাইট বলিউড হাঙ্গামাকে দেয়া এক সাক্ষাৎকারে ঋষভ পন্থের নাম না নিয়ে তিনি বলেন, ‘আরপি নামে এক ব্যক্তির সঙ্গে বেরোনোর কথা ছিল। কিন্তু সারাদিন শুট করে খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সেই সময়ে আরপি নামে ওই ব্যক্তি প্রায় ১৬১৭ বার আমাকে ফোন করেছিল। 

উর্বশীর করা এমন মন্তব্যের পর ইন্সটাগ্রামে ঋষভ লিখেন, ‘মানুষ একটু জনপ্রিয়তা আর শিরোনামে আসার জন্য কী না করে! নামডাকের জন্য এই লোভ দেখে কষ্ট হয়। ঈশ্বর ওদের মঙ্গল করুন এখানেই থেমে যাননি তিনি, হ্যাশট্যাগ দিয়ে লিখেন, ‘আমার পিছু ছাড়ো বোন।

আরো আজকের ট্রেন্ডিং

গ্লোবাল টি-টোয়েন্টি লিগ গঠনে আইপিএল-এর অবদান, ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ মঞ্চের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী রেকর্ড স্থাপন করেছে!

গ্লোবাল টি-টোয়েন্টি লিগ গঠনে আইপিএল-এর অবদান, ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ মঞ্চের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী রেকর্ড স্থাপন করেছে! ক্রিকেট, যাকে প্রায়শই ভদ্রলোকের খেলা বলে অভিহিত করা হয়, এটি সীমানা অতিক্রম করেছে এবং একটি...

আইপিএল প্রভাব: ভারতীয় ক্রিকেটে প্রভাব, খেলায় বিপ্লব ঘটানো এবং ভবিষ্যত চ্যাম্পিয়নদের প্রস্তুত করা!

আইপিএল প্রভাব: ভারতীয় ক্রিকেটে প্রভাব, খেলায় বিপ্লব ঘটানো এবং ভবিষ্যত চ্যাম্পিয়নদের প্রস্তুত করা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটি স্মারক মাইলফলক হিসাবে দাঁড়িয়েছে, খেলাটিকে নতুন আকার দিয়েছে এবং...

আইপিএলের বিতর্কিত মুহূর্ত: ক্রিকেটের সবচেয়ে আলোচিত ঘটনাগুলির উন্মোচন!

আইপিএলের বিতর্কিত মুহূর্ত: ক্রিকেটের সবচেয়ে আলোচিত ঘটনাগুলির উন্মোচন! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র একটি ক্রিকেটের অত্যাশ্চর্য নয় বরং এমন একটি মঞ্চও যেখানে বিতর্ক প্রায়ই উন্মোচিত হয়, ভক্তদের এবং মিডিয়ার দৃষ্টি...

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের বিবর্তন: ২০ ওভারে গেমটিকে পুনরায় সংজ্ঞায়িত করা

ক্রিকেটের গতিশীল বিশ্বে, টি-টোয়েন্টি (T20) আন্তর্জাতিক ক্রিকেট একটি উত্তেজনাপূর্ণ ফর্ম্যাট হিসাবে আবির্ভূত হয়েছে যা মাত্র ২০ ওভারে খেলাটিকে পুনরায় সংজ্ঞায়িত করে। ২০০৫ সালে এর সূচনা হওয়ার পর থেকে, টি-টোয়েন্টি আন্তর্জাতিকগুলি...