Skip to main content

ভক্তের চিঠির উত্তর দিলেন এমএস ধোনি

Dhoni is an Indian professional cricketer, who plays as a wicket-keeper-batsman.

Dhoni is an Indian professional cricketer, who plays as a wicket-keeper-batsman.

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরু হওয়ার আগেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়েন মহেন্দ্র সিং ধোনি। ফলে ধোনির স্থলাভিষিক্ত হন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তাতে কষ্ট পেয়েছেন অনেকেই। বিস্মিত হয়েছেন দলের একাধিক ক্রিকেটারও। ভক্তদের একটি অংশ ধোনির জায়গায় জাদেজাকে মানতে নারাজ।

ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন ধোনি। তবে তার মধ্যে তারকাসুলভ স্বভাবটা খুব একটা দেখা মেলে না। ভক্তদের ডাকে অনায়াসে সাড়া দেন ধোনি। সবার সঙ্গে সহজেই মিশে যান তিনি। ভক্তদের প্রতি চেন্নাই অধিনায়কের উদার মানসিকতার দেখা মিললো আরো একবার। এক ভক্তের চিঠির জবাব দিয়ে প্রশংসিত হয়েছেন ধোনি।

এবারের আইপিএল চলাকালীন এক ভক্ত ফ্রেম বাঁধানো একটি চিঠি দিয়ে যান চেন্নাই অধিনায়ককে। সেই চিঠিটি পড়েই শুধু  রেখে দেননি ধোনি। তার ওপর লিখেছেন, ‘দারুণ লেখা, শুভেচ্ছা থাকল।’ লেখার নিচে স্বাক্ষরও করে দেন ধোনি। ভক্তের প্রতি সাবেক ভারতীয় অধিনায়কের এই উদারতা প্রকাশ্যে এনেছে চেন্নাই কর্তৃপক্ষ। 

মূলত এবারের আইপিএল শুরুর আগে ধোনির নেতৃত্ব ছাড়ার বিষয়টি মানতে পারেননি ওই ভক্ত। ধোনিকে অধিনায়ক হিসেবে চেয়েই চিঠি লিখেছেন তিনি। এদিকে টানা ব্যর্থতার পর জাদেজাকে সরিয়ে পুনরায় চেন্নাইয়ের অধিনায়ক করা হয় ধোনিকে। এরপরেই ওই ভক্তের আবেগপ্রবণ চিঠিটি প্রকাশ্যে আনে সিএসকে।

এদিকে এবারের আইপিএলে স্বরণকালের সবচেয়ে বাজে সময় কেটেছে চেন্নাইয়ের। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ চার বার শিরোপাজয়ী দলটি এবার বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই। তবে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারলেও ধোনির জনপ্রিয়তা যে কমেনি, তারই প্রমাণ ওই ভক্তের চিঠি। 

অনেকেই মনে করেন ক্রিকেট ক্যারিয়ারে এবারেই শেষ আইপিএল খেলে ফেলেছেন ধোনি। তবে গাভাস্কারের মত ক্রিকেট কিংবদন্তি মনে করেন আগামী আসরেও দেখা যাবে ধোনিকে। ধোনি যদি আগামীতে না খেলেন তাহলে চেন্নাইয়ের অধিনায়ক কে হবে? এটা নিয়েও চলছে আলোচনা।

আরো আজকের ট্রেন্ডিং

বিপিএল ২০২৫: আসন্ন মৌসুম সম্পর্কে যা কিছু জানা প্রয়োজন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১১তম সংস্করণ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ক্রিকেট ভক্তদের জন্য উন্মাদনা এবং বিনোদন নিয়ে আসবে। টুর্নামেন্টটি ২৭ ডিসেম্বর, ২০২৪ থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত...

২০২৪-২৫ সালের জন্য বিবিএল এর সেরা পার্টনারশিপের ইতিহাস: রেকর্ড-ব্রেকিং জুটি

বিগ ব্যাশ লীগ (বিবিএল) ধারাবাহিকভাবে স্মরণীয় ক্রিকেট মুহূর্ত এনেছে, বিশেষ করে চিত্তাকর্ষক ব্যাটিং পার্টনারশিপের মাধ্যমে। আসুন বিবিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি এবং সবচেয়ে প্রভাবশালী অংশীদারিত্বের কিছু ঘনিষ্ঠভাবে দেখে নেওয়া যাক।...

গৌরবের পথে: আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সারসংক্ষেপ

আইসিসি নারী টি২০ বিশ্বকাপ ২০২৪ তার নবম সংস্করণ উদযাপন করেছে, যা নারী ক্রিকেটের জন্য এক নতুন যুগের সূচনা করেছে। এই আসরে নিউজিল্যান্ড নারী দল প্রথমবারের মতো শিরোপা জিতে নিয়ে গৌরব...

গৌরবময় মুহূর্ত: আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ নিউজিল্যান্ডের প্রথম শিরোপা জয়

নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন হিসেবে মুকুট পরানো হয়েছে একটি ঐতিহাসিক এবং রোমাঞ্চকর ফাইনালে, যেখানে তারা তাদের প্রথম শিরোপা জিতে নেয় আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি ৩...