Skip to main content

এবার যুক্তরাষ্ট্রে কোচিং করাতে যাচ্ছেন আফতাব

This time Aftab is going to be the coach in USA - ft

This time Aftab is going to be the coach in USA

বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের মারকুটে ব্যাটসম্যান আফতাব আহমেদ। দীর্ঘদিন আগে মাঠের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। তবে সবুজ গালিচার সঙ্গে সখ্যতা একেবারেই ছেড়ে দেননি তিনি। যুক্ত আছেন কোচিং পেশায়। নিজের অভিজ্ঞতা বিলানোর পাশাপাশি, শেখার আগ্রহও আছে সাবেক এই তারকার। দেশের গন্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনেও কোচিং করাতে যাচ্ছেন আফতাব।

যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেট লিগের একটি দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন আফতাব। বাংলাদেশের ঘরোয়া লিগের বিরতির ফাঁকে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন আফতাব নিজেই। একইসাথে কাজ করার বিষয়ে নিজের মতামতও জানান তিনি।

এ প্রসঙ্গে আফতাব বলেছেন, ‘তারা আমাকে একটি প্রস্তাব দিয়েছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। ওই সময় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খুব বেশি খেলা থাকবে না। কারণ এটা এমনিতেই বৃষ্টির মৌসুম। প্রথম শ্রেণির মৌসুম শুরু হবে অক্টোবরে। কাজেই এই চার মাস ওখানে কাজ করার ভালো সুযোগ।’

তবে কোন দল থেকে প্রস্তাব পেয়েছেন, সেটা খোলাসা করেননি সাবেক এই টাইগার। আফতাব আরো বলেছেন, ‘আমেরিকাতে বাঙালি মালিকানার একটি দল আছে। আমি দলের নামটা বলতে চাচ্ছি না। কারণ এখনো কাজগে-কলমে চুক্তি হয়নি। ওই দলটা মেজর লিগ, মাইনর লিগে খেলে। এই চার মাস সময়ে ওরা যেসব টুর্নামেন্ট খেলবে, সবগুলো মিলিয়ে আমাকে চার মাসের একটা প্রস্তাব দিয়েছে।’

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন আফতাব। তার অধীনেই রানার্সআপ হয়েছে মাশরাফি-সাকিবরা। এর আগে বিসিবির ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় গড়া দল বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পেও কোচের দায়িত্ব পালন করেছেন আফতাব। সবকিছু ঠিক থাকলে এবার আন্তর্জাতিক অঙ্গনে কোচিং অভিষেক ঘটতে যাচ্ছে তার।

আরো আজকের ট্রেন্ডিং

তরুণ প্রতিভার উপর আইপিএলের প্রভাব: ভবিষ্যতের কিংবদন্তি তৈরি করা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০০৮ সালে তার সূচনা থেকেই ক্রিকেটের জগতে বিপ্লব ঘটিয়েছে। আইপিএল একটি জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট যা সারা বিশ্বের শীর্ষ প্রতিভাদের আকর্ষণ করে এবং তরুণ ক্রিকেটারদের তাদের দক্ষতা...

আইপিএল ২০২৪-এর রাইজিং স্টারস: ক্রিকেটের ভবিষ্যত গঠনকারী উদীয়মান খেলোয়াড়দের আবিষ্কার করুন!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সর্বদাই তরুণ ক্রিকেটারদের জন্য তাদের প্রতিভা প্রদর্শন এবং বিশ্ব মঞ্চে নিজেদের জন্য একটি নাম তৈরি করার একটি প্ল্যাটফর্ম। ২০২৪ মরসুম আলাদা নয়, উদীয়মান খেলোয়াড়দের একটি নতুন...

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা!

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা! আইপিএল ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিণত হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি...

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...