BJ Sports – Cricket Prediction, Live Score

হঠাৎ করেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ফিঞ্চ

বিনা মেঘে যেন বজ্রপাত ঘটল অস্ট্রেলিয়া দলে। হঠাৎ করেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিই হতে যাচ্ছে তারকা এই ওপেনারের শেষ ওয়ানডে ম্যাচ।ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দেওয়া এক বার্তায় অজি অধিনায়কের অবসরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অনেক দিন থেকেই এই ফরম্যাটে ফর্মে নেই ফিঞ্চ।

এবছর দেশের হয়ে মোট ১৩টি ওয়ানডে ম্যাচ খেলে রান করেছেন সর্বসাকুল্যে ১৬৯। শেষ ১২ ইনিংসের মধ্যে আবার পাঁচবারই আউট হয়েছেন শুন্য রানে। ওয়ানডেতে তার ফর্মহীনতাই তার অবসরের মূল কারন বলে মনে করেন অনেকে।

অবসর প্রসঙ্গে ফিঞ্চ বলেন, ” এই যাত্রাটা দারুণ ছিল। বেশকিছু অবিশ্বাস্য স্মৃতিও আছে এখানে। দারুণ একটি ওয়ানডে দলের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। সমানভাবে নিজেকে ভাগ্যবান মনে করি, যাদের সঙ্গে খেলেছি এবং পর্দার আড়ালে থাকা মানুষগুলোর সাথে কাজ করতে পেরে।’

এদিকে অধিনায়কের বিদায়ে শুভকামনা জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। বোর্ডের প্রধান নির্বাহী নিক হকলি এক বিবৃতিতে ফিঞ্চের অবসর প্রসঙ্গে বলেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটের পক্ষ থেকে ফিঞ্চকে অভিনন্দন জানাই, তার সমস্ত অবদানের জন্য। সে ওয়ানডে ক্রিকেটকে অনেক কিছুই দিয়েছে। অস্ট্রেলিয়াকে এগিয়ে নিতে সাহায্য করেছে।’

অস্ট্রেলিয়ার জার্সিতে ১৪৫টি ওয়ানডে খেলেছেন ফিঞ্চ। ২০১৩ সালে অভিষেকের পর থেকে ৩৯.১৩ গড়ে মোট ৫০৪১ রান করেছেন তিনি। ফিঞ্চের ব্যাটে রয়েছে ১৭টি শতক এবং ৩০টি অর্ধশতক।

অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী এই ওপেনার দলকে নেতৃত্ব দিয়েছেন ৫৪ ম্যাচে।২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। তবে ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন বলে জানান ফিঞ্চ।

ফিঞ্চের নেতৃত্বেই গত টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এবারো টি টোয়েন্টি বিশ্বকাপে ফিঞ্চের নেতৃত্বেই শিরোপা ধরে রাখার মিশনে নামবে অস্ট্রেলিয়া দল।

Exit mobile version