BJ Sports – Cricket Prediction, Live Score

আইসিসির নিয়ম ভেঙে ব্যাট মোটা হওয়ায় পেতে হল শাস্তি

আইসিসির নিয়ম ভেঙে ব্যাট মোটা হওয়ায় পেতে হল শাস্তি

আইসিসির বেঁধে দেওয়া নিয়ম ভঙ্গ করায় শাস্তি পেতে হল ডারহাম দলকে। কাউন্টি ক্রিকেট খেলতে নেমে এমন ঘটনায় কেটে নেওয়া হল ১০ পয়েন্ট। 

যেখানে কাউন্টি ক্রিকেটে ১০ পয়েন্ট পেতে ক্রিকেটারদের ঘাম ঝরাতে হয়, সেখানে দলে একজনের ভুলের জন্য কেটে নেওয়া হল ১০ পয়েন্ট। আর এই বিপদ ডেকে এনেছেন ডারহামের হয়ে খেলতে নামা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান নিক ম্যাডিসন। নিয়মের থেকে বেশি মোটা ব্যাট নিয়ে খেলতে নামায় তার জন্য পুরো দলকে এই শাস্তি দেওয়া হয়।

ডার্বিশায়ারের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের দ্বিতীয় দিনের ঘটনা। বলে রান করেছিলেন নিক। তখন আম্পায়ার তার ব্যাটের গেজ পরীক্ষা করে দেখেন নিয়মের থেকে বেশি মোটা ব্যাট নিয়ে খেলতে নেমেছেন নিক। পরবর্তীতে ব্যাট বদল করে খেললেও শেষে ম্যাচ রেফারি পুনরায় ব্যাটটি পরীক্ষা করে দেখেন এবং তখন ব্যাপারটি স্পষ্ট হয়ে যায় যে ব্যাটটি তুলনামূলক মোটা। 

আইসিসির নিয়ম অনুযায়ী একজন ক্রিকেটারের ব্যাট ১০. সেমি চওড়া, . সেমি মোটা এবং ব্যাটের কানা সেমি পর্যন্ত হতে পারবে, কিন্তু নিকের ব্যাট এই পরিমাপকে ছাড়িয়ে যায়। যদিও ডারহামের দাবি এটা অনিচ্ছাকৃত ভুল ছিল, কিন্তু ইসিবির ডিসিপ্লিন কমিশন শাস্তি স্বরূপ ডারহামের ১০ পয়েন্ট কেটে নেয়। 

এরপরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ঘটনা। পরবর্তীতে ব্যাপারটি নিয়ে অনেকে হাস্যরসে মেতেছেন।বিশেষ করে ফেসবুকে ট্রল পেজেগুলো বিভিন্ন ধরনের মিম বানিয়েছে ঘটনাকে কেন্দ্র করে।ঐ কান্ডের পর প্রত্যেকটি দলেই নড়েচড়ে বসেছে। একেই ঘটনা যেন না ঘটে সেদিকে সবার দৃষ্টি

Exit mobile version