BJ Sports – Cricket Prediction, Live Score

এশিয়া কাপ, ভারত বনাম পাকিস্তানঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী

এশিয়া কাপ, ভারত বনাম পাকিস্তানঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী

#image_title

রবিবার এশিয়া কাপের মঞ্চে ফের একবার ভারত বনাম পাকি্স্তান ম্যাচ। সুপার ফোরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী। সেখানেই শেষ হাসি বাবর আজম নাকি রোহিত শর্মার মুখে ফোটে তা তো সময়ই বলবে। তবে এই ম্যাচ ঘিরে যে উত্তেজনার পারপদ এথন থেকেই চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। এই ম্যাচের ফলাফলের আশাতেই রয়েছেন সকলে। সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়েই সুপার ফোরের মঞ্চে যাত্রা শুরু করার জন্য মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দগলের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে যে এই ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলিরা ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। গত ম্যাচেই নেপালের বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। সেই পারফরম্যান্স যে ভারত অধিনায়ককে আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতিও।

অন্যদিকে এবারের এশিয়া কাপে পাকিস্তানও দুরন্ত ফর্মে রয়েছে। বিশেষ করে পাকিস্তানের মিডল অর্ডারের পারফরম্যান্সই এবারে তাদের সাফল্যের প্রধান অস্ত্র। এছাড়া শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হাসির রওফরা যে পাকিস্তানের অন্যতম বড় শক্তি তা বলার অপেক্ষা রাখে না। তাদের বোলিংয়ের সামেনই ভারতীয় দলের টপ অর্ডার একেবারে ধসে গিয়েছিল। এবারও  যে সেই পরিকল্পনাই ভারতীয় দল কাজে লাগাতে চাইবে তা বলাই বাহুল্য। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। একইসঙ্গে সকলের নজর রয়েছে প্রেমদাসা স্টেডিয়ামের বাইশগজের দিকেও।


ম্যাচ ও সম্প্রচার বিবরণী

ভেন্যু – আর প্রেমদাসা স্টেডিয়াম

ম্যাচ – ভারত বনাম পাকিস্তান, সুুপার ফোর, তৃতীয় ম্যাচ

সময়- ১০ সেপ্টেম্বর, দুপুর ৩টে ( ভারতীয় সময় )

টিভি সম্প্রচার- স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি + হটস্টার


পিচ কন্ডিশন

আর প্রেমদাসা স্টেডিয়ামবরাবরই স্পিনারদের বাড়তি সুূবিধা দিয়ে আসে। এই ম্যাচেও যে তেমনটাই হওয়ার সম্ভাবনা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এখানে ব্যাটারদের শুরুর দিকে খানিকটা ধীর গতিতেই নিজেদের বিল্ডআপ গেম শুরু হতে হবে। এই পিচে বড় রানের ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এখানে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়াটাই সাফল্যের সুযোগ বাড়াতে পারে।


সম্ভাব্য একাদশ

ভারতঃ

এশিয়া কাপ, ভারত বনাম পাকিস্তানঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী
ভারত

রোহিত শর্মা ( অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ( উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি।

পাকিস্তানঃ

পাকিস্তান

ফখর জামন, বাবর আজম ( অধিনায়ক ), ইমাম উল হক, আঘা সলমন, শাদাব খান, ইফতিকার আহমেদ, ফহিম আশরাফ, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, হারিস রওফ, নাসিম শা।


ভারত বনাম পাকিস্তান হেড টু হেড (  ওডিআই)

ম্যাচ – ১৩৩। পাকিস্তান – ৭৩। ভারত – ৫৫। ফলাফল হয়নি – ৫


আজকের ম্যাচের ভবিষ্যদ্বাণী: ভারত ম্যাচ জিতবে


ডিসক্লেইমার: ভবিষ্যদ্বাণীটি লেখকের বোঝার, বিশ্লেষণ এবং প্রবৃত্তির উপর ভিত্তি করে। আপনার ভবিষ্যদ্বাণী করার সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং আপনার নিজের সিদ্ধান্ত নিন।

Exit mobile version