BJ Sports – Cricket Prediction, Live Score

৪-০-এ জিততে পারলে ফাইনালে ভারতের আত্মবিশ্বাস বাড়বে, মনে করছেন রবি শাস্ত্রী

 ৪-০-এ জিততে পারলে ফাইনালে ভারতের আত্মবিশ্বাস বাড়বে, মনে করছেন রবি শাস্ত্রী

#image_title

Ravi Shastri. (Photo Source: Twitter)

গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। নিউ জিল্যান্ডের কাছে সেই ম্যাচ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হাতছাড়া হয়েছিল ভারতীয় দলের। আবারও একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর সুযোগ এসেছে ভারতের সামনে। অস্ট্রেলিয়াকে পরপর দুই ম্যাচে হারিয়ে সেই রাস্তায় অনেকটাই এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে জিততে পারলেই সিরিজ পকেটে পুরবে ভারতীয় দল। সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তাও পাকা করে ফেলতে পারবে টিম ইন্ডিয়া।

রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার হাত ধরে দুরন্ত গতিতেই এগোচ্ছে ভারতীয় দল। অস্ট্রেলিয়া অবশ্য আগেই পৌঁছে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ভারতও সেই মঞ্চে পৌঁছনোর রাস্তায় অনেকটা এগিয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতেই ভারতীয় দলের উদ্দেশ্যে বিশেষ বার্তা ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে এই সিরিজ ভারতীয় দল ৪-০-এ জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তা ভারতীয় দলকে অনেকটাই সাহায্য করবে।

ইন্দোরে তৃতীয় টেস্ট জিততে পারলেই সিরিজ পকেটে পুরবে ভারত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইতিমধ্যে ২-০-এ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। প্রথম টেস্ট থেকেই টিম ইন্ডিয়া দুরন্ত ফর্মে রয়েছে। প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে এক ইনিংস ও ১৩২ রানে হারিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। দিল্লিতে তৃতীয় দিন রবীন্দ্র জাদেজার স্পিনের জাদু একাই কার্যত শেষ করে দিয়েছিল অস্ট্রেলিয়া বাহিনীকে।  এই পারফরম্যান্স যে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গেই রবি শাস্ত্রী জানিয়েছেন, ভারতের ৪-০-এ টেস্ট সিরিজ জেতা প্রতিপক্ষের কাছে একটা কড়া বার্তা পৌঁছে দেবে। সেটার অবশ্যই একটা প্রভাব পড়বে। তবে পরিস্থিতি কিন্তু অনেকটাই বদলে যাবে সেখানে। কারণ যে সমস্ত অস্ট্রেলিয়ান পেসাররা চোটের জন্য বাইরে রয়েছেন, তারা সকলেই ফিরে আসবেন সেই ম্যাচে। তবে এই জয়টা কিন্তু সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলকে মানসিকভাবে অনেকটা চাঙ্গা করে দেবে। সেই পরিস্থিতিতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলকে এগিয়ে যেতে সাহায্য করবে।

১ মার্চ ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচে দলে খুব একটা পরিবর্তন না হলেও, শোনাযাচ্ছে এই ম্যাচে লোকেশ রাহুলের পরিবর্তে ভারতীয় দলের প্রথম একাদশে ফিরতে পারেন শুভমন গিল। ইন্দোরেই টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ পকেটে পুরতে পারে কিনা সেটাই এখন দেখার।

The post ৪-০-এ জিততে পারলে ফাইনালে ভারতের আত্মবিশ্বাস বাড়বে, মনে করছেন রবি শাস্ত্রী appeared first on CricTracker Bengali.

Exit mobile version