BJ Sports – Cricket Prediction, Live Score

২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ-আমেরিকা থেকে সরতে পারে ইংল্যান্ডে

 ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ-আমেরিকা থেকে সরতে পারে ইংল্যান্ডে

#image_title

T20 World Cup Trophy. (Photo by GIUSEPPE CACACE/AFP via Getty Images)

২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ চলার সময়ই কার্যত পরবর্তী টি টোয়েন্টি বিস্বকাপের ভেন্যু স্থির হয়ে গিয়েছিল। সেখানেই চমক চিল মার্কিন য়ুক্তরাষ্ট্রের মাঠে বিশ্বকাপের আসর। প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছিল টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। কিন্তু শেষপর্যন্ত কী তা হবে। মঙ্গলবার থছেকেই তা নিয়ে আরম্ভ হয়ে গিয়েছে একটা জল্পনা। শোনাযাচ্চে ২০২৪ সালের টি টোয়েনি্টি বিশ্বকাপ নাকি ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন য়ুক্তরাষ্ট্র থেকে সরিয়ে ইংল্যান্ড সহ আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডেকে দিতে পারে আইসিসি।

২০২৪ সালের জুন মাসে হবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ। শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে বসেছিল বিশ্বকাপের আসর। কিন্তু গামী টি টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু প্রকাষ্যে আসার পর থেকেই উত্তেজনার পাদ চড়তে শুরু করেছিব সকলের। মার্কুন মুলুকে প্রথমবার ক্রিকেটের কোনও বিশ্বকাপের আসর বসতে চলেছিল। কিন্তু পরিকাঠামোর অভাবে শোনাযাচ্ছে সেই প্রতিয়োগিতা এবার আর মার্কুন যুক্তরাষ্ট্রের মাঠে  দেখা যাবে না। যদিও এখনও পর্যন্ত আইসিসির তরফে সেভাবে কিছু জানানো হয়নি।

২০২২ সালে অস্ট্রেলিয়ায় হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ

তবে শোনাযাচ্ছে আগামী বছর টি টোেয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার জন্য যতটা সময় বাকি রয়েছে, তার মধ্যে আইসিসির নিয়ম অনুয়ায়ী পরিকাঠানো গড়ে তোলা সম্ভব নয় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে। সেজন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে বিশ্বকাপের অধিকার ফেরত নিয়ে নিতে চলেচে আইসিসি। একইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের থেকেও সেই সত্ত্ব ফিরিয়ে নেওয়ার পথে হাঁটতে চলেচে আইসিসি। সমস্ত দিক বিচার করে আবারও সেই ইংল্যান্ডের মাটিতেই হবতে পারে ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ। যদিও শুধুমাত্র ইংল্যান্ডেই নয়। তাদের পাশাপাশি আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডেও হতে পারে বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ।

এই তচিন দেস মিলিয়েই  আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে। তবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে একেবারেই পরোপুরি হতাশ করছে না আইসিসি। আদামী ২০৩০ সালে ইংল্য়ান্ডের মাটিতে ওডিআই বিস্বকাপের আসর বসতে পারে। সেই সত্ত্ব তাদের কাছেই রয়েছে। সেজন্য সেই সময়ই টি টোয়েন্টি বিশ্বকাপের সত্ত্ব ফের ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়ার বাবনা রয়েছে আইসিসির। তার ফলে নিজেদের পরিকাঠামোকে আরও উন্নত করার জন্য সেই অনেকটা সময়ও পেয়ে যেতে চলেছে এই দুই দেশ।

শেষবার অস্ট্রেলিয়াতে ২০২২ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের াসর বসেছিল। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে চ্য়াম্পিয়নের মুকুট নিজেদের মাথায় তুলে নিয়েছিল ইংল্যান্ড। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ তদের গরের মাঠে হলে সেখানেও ব্রিটিশ বাহিনী যে খানিকটা হলেও এগিয়ে তাকতে তা বলার অপেক্ষা রাখে না।

The post ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ-আমেরিকা থেকে সরতে পারে ইংল্যান্ডে appeared first on CricTracker Bengali.

Exit mobile version