BJ Sports – Cricket Prediction, Live Score

শুক্রবার চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দিলেন বেন স্টোকস

 শুক্রবার চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দিলেন বেন স্টোকস

#image_title

Ben Stokes. ( Photo Source: Instagram/chennaiipl )

এবারের আইপিএলে বিরাট দামে বেন স্চোকসকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। গতবারের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রয়েছে চেন্নাই সুপার কিংস। সেই লক্ষ্যেই যে ব্রিটিশ তারকা ক্রিকেটার বেন স্টোকস চেন্নাই সুপার কিংসের অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। শুক্রবারই চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দিলেন এই মুহর্তে ব্রিটিশ শিবিরের সেরা অল রাউন্ডার বেন স্টোকস। চেন্নাই সুপার কিংসের জার্সিতে তাঁর মাঠে নামার অপেক্ষাতেই এখন সকলে। এবারের আইপিএলে প্রথম ম্যাচেই নামতে চলেছে চেন্নাই সুপরা কিংস।

আগামী ৩১ মার্চ আইপিএলের প্রথম ম্যাচেই গতবারের আইপিএলের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। প্রথম ্মযাচ থেকেই পূর্ণশক্তি নিয়ে মাঠে নামতে মরিয়া হয়ে রয়েছে এবার চেন্নাই সুপার কিংস। সেখানেই বেন স্টোকস যে চেনম্নাই সুপার কিংসের অন্যতম প্রধান শক্তি তা বলার অপেক্ষা রাখে না। তাঁর অপেক্ষাতেই এতদিন ছিলেন সকলে। শুক্রবারই সেই অপেক্ষার অএবসান ঘটিয়ে চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দিলেন বেন স্টোকস।

এবারের মিনি নিলামে ১৬.২৫ কোটি টাকায় চেন্নাইয়ে এসেছেন বেন স্টোকস

ওয়ার্কলো ম্যানেজমেন্টের জন্য গতবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার। দেশের জার্সির পাশাপাশি আইপিএলের মঞ্চেও বারবার সফল হয়েছেন বেন স্টোকস। যদিও এবারের আইপিএলের মিনি নিলামের আগেই আইপিএঅলে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক। সেই থেকেই উত্তেজনার পারদও চড়তে শুরু করেছিল। তাঁকে নেওয়ার জন্য শুরু থেকেই এবার মরিয়া হয়ে ছিল চেন্নাই সুপার কিংস। বহু লড়াই হলেও শেষপর্যন্ত এই তারকা ক্রিকেটারকে নিজেদের দলেই তুলেছে চেন্নাই সুপার কিংস।

১৬.৫ কোটি টাকা দিয়েই এবারের আইপিএলে বেন স্টোকরসকে দলে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি বেন  স্টোকসের নেতৃত্বের অভিজ্ঞতাও যে চেন্নাই সুপার কিংসকে সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না। তা কাজে লাগাতেই মরিয়া হয়ে রয়েছে চেন্নাই সুুপার কিংস। ইংল্যান্ডের হয়ে জোড়া বিশ্বকাপ জয়ের নায়কের মাঠে নামার অপেক্ষাতেই রয়েছেন সকলে।

২০২২ সালেও টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। এইঅ বেন স্টোকসের হাত ধরেই সেই সাফল্য এসেছিল ইংল্যান্ড শিবিরে। পাকিস্তানের বিরুদ্ধে শেষপর্যন্ত থেকেই ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন এই তারকা ক্রিকেটার। শুক্রবার সেই চেন্নাই সুপার কিংস শিবিরেই যোগ দিলেন বেন স্টোকস।

The post শুক্রবার চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দিলেন বেন স্টোকস appeared first on CricTracker Bengali.

Exit mobile version