Skip to main content

লিটনের পরিবর্ত হিসেবে ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী উইকেটকিপার-ব্যাটারকে নিল কেকেআর

 লিটনের পরিবর্ত হিসেবে ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী উইকেটকিপার-ব্যাটারকে নিল কেকেআর

Johnson Charles. (Photo Source: Windies Cricket/Twitter)

বৃহস্পতিবার, ৪ঠা মে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর বাকি অংশের জন্য লিটন দাসের বদলি হিসেবে জনসন চার্লসের নাম ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশী উইকেটকিপার-ব্যাটার লিটন চলমান সংস্করণেই আইপিএলে অভিষেক করেছিলেন। তবে মাত্র একটি ম্যাচ খেলেই এপ্রিলের শেষ সপ্তাহে পারিবারিক কারণে দেশে ফিরে গিয়েছিলেন তিনি।

“লিটন দাসকে আজ (২৮ এপ্রিল, শুক্রবার) জরুরি পারিবারিক চিকিৎসা জনিত কারণে বাংলাদেশে ফিরতে হয়েছে। এই কঠিন সময় পার করার জন্য তাকে এবং তার পরিবারকে আমাদের পক্ষ থেকে শুভকামনা,” কেকেআর বিবৃতি দিয়ে জানিয়েছিল।

এই বছর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ডান-হাতি কিপার-ব্যাটার যে একমাত্র ম্যাচে খেলেছিলেন, সেখানে তিনি ৪ বলে মাত্র ৪ রান করেছিলেন। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পরে উইকেটের পিছনেও তাঁর দুর্দশা অব্যাহত ছিল। কম স্কোরের ম্যাচে অক্ষর প্যাটেল ও ললিত যাদবের দুটি স্টাম্পিংয়ের সুযোগ ছেড়ে দিয়েছিলেন লিটন। ম্যাচটি শেষ অবধি কেকেআর হেরে গিয়েছিল।

আন্তর্জাতিক ক্রিকেটে বারো বছরের অভিজ্ঞতা আছে চার্লসের

জাতীয় দলের হয়ে প্রতিশ্রুতির কারণে আইপিএলের প্রথম দিকের বেশ কিছু ম্যাচেও খেলতে পারেননি লিটন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কেকেআর স্কোয়াডে যোগ দিয়েছিলেন তিনি। বাংলাদেশের জাতীয় দলে তাঁর সতীর্থ শাকিব আল হাসান আগেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান এবং কেকেআরের হয়ে একটি ম্যাচেও খেলেননি তিনি।

লিটনের জায়গায় আসা চার্লসও একজন উইকেটকিপার-ব্যাটার। ৪১টি টি-২০তে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করে তিনি ৯৭১ রান করেছেন ১৩০.৮৬ স্ট্রাইক রেটে। ওয়েস্ট ইন্ডিজের ২০১২ ও ২০১৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলেরও অংশ ছিলেন চার্লস। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ আন্তর্জাতিক সেঞ্চুরিও করেছিলেন চার্লস। ২০২৩-এর মার্চে, সেঞ্চুরিয়নে আয়োজিত ম্যাচে চার্লস ৪৬ বলে ১১৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।

সামগ্রিকভাবে ৩৪ বছর বয়সী চার্লস ২২৪টি টি-টোয়েন্টি খেলে ৫৬০৭ রান করেছেন। তিনি ₹৫০ লাখের চুক্তিতে কেকেআরে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে কেকেআর। তবে চার্লস এই ম্যাচের অংশ হতে পারবেন না কারণ তাঁর ভারতে আসার তারিখ এখনও নিশ্চিত করা হয়নি।

The post লিটনের পরিবর্ত হিসেবে ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী উইকেটকিপার-ব্যাটারকে নিল কেকেআর appeared first on CricTracker Bengali.

আরো আইপিএল সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...