BJ Sports – Cricket Prediction, Live Score

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নিজের আউট হওয়ার প্রসঙ্গে মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতিশ রানা

 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নিজের আউট হওয়ার প্রসঙ্গে মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতিশ রানা

#image_title

Nitish Rana. (Image Source: IPL/BCCI)

৬ই এপ্রিল, বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের নবম ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও সেখান থেকে তাদের উদ্ধার করেন শার্দুল ঠাকুর। তিনি ২৯ বলে ৬৮ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৯টি চার এবং ৩টি ছয়। এছাড়াও বল হাতে মাইকেল ব্রেসওয়েলের উইকেটটিও শিকার করেন শার্দুল। তিনি এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কারও পান।

তবে কেকেআরের অধিনায়ক নীতিশ রানাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তার আউট হওয়া নিয়ে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। তিনি মাইকেল ব্রেসওয়েলের বলে রিভার্স সুইপ খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু বল তার গ্লাভসে লেগে উপরে উঠে যায় এবং আরসিবির উইকেটরক্ষক দীনেশ কার্তিক ক্যাচটি ধরেন। তিনি ৫ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অনেক সমালোচকরা ওই কঠিন পরিস্থিতিতে নীতিশ রানার ওরকম একটি শট খেলে আউট হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। কেকেআর শুরুতেই দুটি উইকেট হারিয়েছিল এবং সেইসময় একটি পার্টনারশিপের প্রয়োজন ছিল। কিন্তু নীতিশ রানার আউট হওয়ায় কেকেআর আরো সমস্যার মধ্যে পড়ে যায়।

তবে নীতিশ রানা নিজের আউট হওয়ার ব্যাপারে বলেছেন যে সেটাই হল তার খেলার ধরন। এছাড়াও তিনি বলেছেন যে বাইরে থেকে মন্তব্য করা খুব সহজ।

ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনের সময় নীতিশ রানা বলেন, “এটা দুর্ভাগ্যজনক ছিল না। আমি এভাবেই ব্যাটিং করি। বাইরে থেকে বলা খুব সহজ। আমি যদি বাইরে বসে অন্য কারো ম্যাচ দেখি, যে কেউ ভুল করার পর বলতে পারে আপনি ভুল করেছেন। এটা আমার শট ছিল এবং আমি সবসময় এভাবেই ক্রিকেট খেলি।”

তিনি আরও বলেন, “যদি আমরা তাড়া করতাম, আমি স্বীকার করে নিতাম যে আমার স্ট্রোকটি ভুল ছিল। আমি মাইকেল ব্রেসওয়েলের বিরুদ্ধে আক্রমণাত্মক হতে চেয়েছিলাম এবং প্রথম ওভারেই অফ-স্পিনারের উপর প্রভাব ফেলতে চেয়েছিলাম, যাতে সে খেলায় তেমন কিছু না করতে পারে। এটাই ছিল পরিকল্পনা।”

নীতিশ রানার আউট হওয়া নিয়ে নিজের বক্তব্য জানালেন সুনীল গাভাস্কার

আরসিবির বিরুদ্ধে নীতিশ রানার আউট নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি বলেছেন যে রানার ওই শটটি পরিহারযোগ্য ছিল।

সুনীল গাভাস্কার বলেন, “কেকেআরের অধিনায়কের ওটা কি ধরনের শট ছিল? তিনি একেবারেই সংযোগ করতে পারেননি। আমি মনে করি ওই শটটি পুরোপুরিভাবে পরিহার্য ছিল।”

The post রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নিজের আউট হওয়ার প্রসঙ্গে মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতিশ রানা appeared first on CricTracker Bengali.

Exit mobile version