BJ Sports – Cricket Prediction, Live Score

“যেকোনও পজিশনে খেলতে পারে এমন ক্রিকেটারই আমরা চাই” – রোহিত শর্মা

 “যেকোনও পজিশনে খেলতে পারে এমন ক্রিকেটারই আমরা চাই” – রোহিত শর্মা

#image_title

Rohit Sharma. (Photo Source: Disney+Hotstar)

২০১৯ বিশ্বকাপের সময় থেকেই ভারতের ব্যাটিং লাইনআপে চার নম্বর পজিশন নিয়ে একটা সমস্যা চলছিল। এবারের এসিয়াকাপের আগেো য়েসেই জায়গা নিয়ে রোহিত শর্নাদের নানান প্রশ্নের মুখে পড়তে হবে তা বলার অপেক্ষা রাখে না। সোমবারই ঘোষণা হয়ে গিয়েছে  এশিয়াকাপের দল। সেখানেই লোকেশ রাহুল এহবং শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন হয়েছে। সেইসঙ্গে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপে চার নম্বর পজিশন নিয়েও যেস্বস্তি ফিরেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে রোহিত শর্মার মুখে কিন্তু অন্য কথাই শোনা গেল এবার।

লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ার ফেরাটা যে চার নম্বর পজিশনের সমস্যার সমাধান করে দিয়েছে এমনটা নয়। রোহিত শর্মার মতে কাদের দল এবার এমনভাবে প্রস্তুত করা হয়েছে যেখানে সকলেই বিভিন্ন পজিশনে খেলতে পারবেন। অর্থাত্ লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ারের ফেরা মানে যে ভারতীয় দলের অন্য কোনও ক্রিকেটার চার নম্বর পজিশনে ব্যাটিং করবেন না তা কখনোই নয়। অন্তত রোহিত শর্মার বার্তা তো তেমনই। এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা হওয়ার আগেই নাকি সেই বার্তা দলের সকলের কাছে পৌঁছে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

২ সেপ্টেম্বর রোহিত শর্মার নেতৃত্বে এশিয়া কাপের মঞ্চে নামছে ভারতীয় দল

আগামী ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেখানেই ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। যদিও শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। সেই মঞ্চটের দল ঘোষণা হওয়ার সঙ্গেই রোহিত শর্মার স্পষ্ট বার্তা। তারা এমনই ক্রিকেটার এবার দলে নিতে চেয়েছিলেন যারা প্রতিটি পজিশনেই নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারেন। অর্থাত্ এশিয়া কাপের মঞ্চে যে ভারতীয় ব্যাটারদের মাঝেমধ্যেই নতুন নতুন পজিশনে খেলতে দেখা যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা জানিয়েছেন, “দলে কোনও ক্রিকেটারেরই এবার বলা উচিত্ নয় যে আমি এই পজিশনে সেরা ক্রিকেট খেলি। আমরা এমন ক্রিকেটারদের চাই যারা দলের প্রয়োজন যেকোনও পজিশনেই খেলতে পারেন। এটা শুধু এখনই নয়, এই ঘটনা চলে আসছে বেশ কয়েকবছর ধরেই। সেই বার্তা ইতিমধ্যেই সকলের কাছে পৌঁছে গিয়েছে। এটা আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ, কোনও ক্লাব ক্রিকেটের মঞ্চ নয়। দলের প্রয়োজনে তাদের যেকোনও পজিশনে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে”।

লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ারের উপস্থিতিতে ভারতীয় দলের চার নম্বর ব্যাটিংয়ের পজিশনটা খানিকটা হলেও শক্তিশালী হয়েছে। যদিও সেই পজিশনে  প্রয়োজন পড়লে যে অন্য ক্রিকেটারদেরও দেখা যেতে পারে তা দল ঘোষণার দিনই স্পষ্ট করে দিয়েছেন রোহিত শর্মা।

The post “যেকোনও পজিশনে খেলতে পারে এমন ক্রিকেটারই আমরা চাই” – রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.

Exit mobile version