BJ Sports – Cricket Prediction, Live Score

বেন স্টোকসের চোটের ব্যাপারে একটি বড় আপডেট দিলেন সিএসকের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং

 বেন স্টোকসের চোটের ব্যাপারে একটি বড় আপডেট দিলেন সিএসকের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং

#image_title

Stephen Fleming. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৪টি ম্যাচে জয় পেয়েছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা তৃতীয় স্থানে রয়েছে। তাদের নেট রান রেট হল +০.৩৫৫।

চেন্নাই সুপার কিংসকে বেন স্টোকসের চোটের কারণে সমস্যায় পড়তে হয়েছে। মিনি নিলামে ১৬.২৫ কোটি টাকা দিয়ে স্টোকসকে কিনেছিল সিএসকে। আইপিএলের ১৬ তম সংস্করণে এখনও পর্যন্ত মাত্র ২টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। সিএসকের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন যে চোটের কারণে স্টোকস এক সপ্তাহের জন্য খেলতে পারবেন না। তবে স্টোকসের চোট যে গুরুতর নয় সেটিও জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি বলেছেন যে সিএসকের জন্য বেন স্টোকস খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।

সানরাইজার্স হায়দ্রাবাদকে (এসআরএইচ) পরাজিত করার পর ম্যাচ-পরবর্তী সম্মেলনে স্টিফেন ফ্লেমিং বলেন, “বেন স্টোকস চোটের কারণে এক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। তবে আমি এইটুকু বলতে পারি যে এটা বড় কোনো চোট নয়। তিনি খুব তাড়াতাড়ি সেরে উঠবেন এবং পুরোপুরি সুস্থ হওয়ার জন্য তিনি কঠোর পরিশ্রমও করছেন। তিনি আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।”

মহেন্দ্র সিং ধোনির চোট নিয়েও মুখ খুললেন স্টিফেন ফ্লেমিং

স্টিফেন ফ্লেমিং বলেছেন যে মহেন্দ্র সিং ধোনির চোটটি একদমই গুরুতর নয়। এছাড়াও তিনি বলেছেন যে ধোনি যদি জানতেন যে তিনি দলের হয়ে ঠিকঠাকভাবে খেলতে পারবেন না তাহলে তিনি নিজে থেকেই বসে যেতেন। তার চোট নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই বলে জানিয়েছেন ফ্লেমিং।

স্টিফেন ফ্লেমিং বলেন, “এমএস একদম ঠিকঠাক আছেন। তার চোটটি একদমই ভয়াবহ নয়। তিনি সবসময় দলকে আগে রাখেন। যদি তিনি জানতেন যে চোটের কারণে তিনি দলের জন্য কোনো অবদান রাখতে পারবেন না, তবে তিনি নিজে থেকেই বাইরে চলে যেতেন। তার চোটের ব্যাপারে চিন্তা করার কোনো দরকার নেই।”

সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করার পর নিজেদের পরবর্তী ম্যাচে নীতিশ রানার নেতৃত্বাধীন দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। ২৩শে এপ্রিল, রবিবার, ইডেন গার্ডেন্সে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। কেকেআর এই মুহূর্তে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে। এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

The post বেন স্টোকসের চোটের ব্যাপারে একটি বড় আপডেট দিলেন সিএসকের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং appeared first on CricTracker Bengali.

Exit mobile version