BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে আঙুলে চোট পেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা

 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে আঙুলে চোট পেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা

#image_title

Rohit Sharma. (Photo Source: Luke Walker-ICC/ICC via Getty Images)

৭ই জুন থেকে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এবং প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনাল ম্যাচটি শুরু হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হওয়ার আগে রোহিতের চোট চিন্তা বাড়াল ভারতীয় দলের। ৬ই জুন, মঙ্গলবার অর্থাৎ ডব্লুটিসির ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার মাত্র একদিন আগে নেটে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে চোট পেলেন ভারতের অধিনায়ক।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি লন্ডনের ওভালে অনুষ্ঠিত হবে। এই বড় ম্যাচের আগে প্রস্তুতি নেওয়ার জন্য বেশকিছু দিন আগেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার আগে এরকম একটি দুর্ঘটনা ঘটা সত্যিই দুর্ভাগ্যজনক। নেটে ব্যাটিং করার সময় রোহিতের আঙুলে একটি বল এসে লাগে। এরপর আর একটিও বল না খেলে তিনি ফিজিওর কাছে যান। এরপর ফিজিও বেশ কিছুক্ষণ তার আঙুলটি ভালো করে দেখেন। এরপর তাকে রোহিত শর্মার আঙুলে টেপ লাগিয়ে দিতে দেখা যায়।

টেপ লাগানোর পর রোহিতকে আবার নেটের মধ্যে ব্যাটিং করার জন্য এগিয়ে যেতে দেখা যায়। কিন্তু শেষমেশ তিনি আর ব্যাট করার ঝুঁকি নেননি। কারণ যদি আবার কোনোভাবে সেই আঙুলে বা অন্য কোথাও তিনি চোট পেতেন তাহলে সেটি ভারতের জন্য একটি অনেক বড় চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াতো।

রোহিতের খারাপ ফর্ম চিন্তা বাড়াচ্ছে ভারতের

বেশ অনেকদিন ধরেই খুব একটা ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না রোহিত শর্মা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ তিনি খুব একটা ভালো ফর্মের প্রদর্শন করতে পারেননি। তিনি ১৬টি ম্যাচ খেলে মাত্র ৩৩২ রান করতে সক্ষম হয়েছিলেন এবং তার সর্বোচ্চ রান ছিল ৬৫। তার গড় এবং স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ২০.৭৫ এবং ১৩২.৮০। এই মরসুমে তিনি মাত্র ২টি অর্ধশতরান করেছিলেন।

তবে টি-২০ এবং টেস্ট একেবারে ভিন্ন দুটি ফরম্যাট। তাই ভারতের সমর্থকরা ডব্লুটিসির ফাইনালে রোহিত শর্মার ব্যাট থেকে ভালো রান দেখতে চাইবেন। নেটে পাওয়া সেই চোটটি খুব একটা গুরুতর বলে মনে হচ্ছে না। ভারতীয় দলের তরফ থেকে এখনও পর্যন্ত তার এই চোটের ব্যাপারে কোনও আপডেট পাওয়া যায়নি। ভারতীয় দল অবশ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাদের অধিনায়ককে পাশে চাইবে। এই বড় ম্যাচের ফলাফল শেষমেশ কি হয় সেটাই এখন দেখার বিষয়।

The post বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে আঙুলে চোট পেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.

Exit mobile version