BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে বিরাট কোহলির সামনে একাধিক মাইলস্টোনের হাতছানি

 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে বিরাট কোহলির সামনে একাধিক মাইলস্টোনের হাতছানি

#image_title

Virat Kohli (Image Source: BCCI/Twitter)

শেষ দুটো বছর বাইশগজে বিরাট কোহলির সময়টা ভাল না গেলেও, এই বছরের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। ২০২২ সালের এশিয়া কাপের মঞ্চ থেকেই ফের একবার নিজের ফর্মে ফিরেছেন এই তারকা ক্রিকেটার। সেই থেকেই নিজের ফর্মে রয়েছেন বিরাট কোহলি। এই বছরের সুরু থেকেই আবারও তচিন ফর্ম্যাটেই দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। একের পর এক রেকর্ড ভেহে নতুন রেকর্ড গড়ও শুরু করেছেন বিরাট কোহলি। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পি.নশিপের মঞ্চে বিরাট কোহলির সামনে নকুন মাইলস্টোন গড়ার হাতছানি।

আগামী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে  প্রথম টেস্টে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তবে সেই মঞ্চে বিরাট তকোহলিকে নিয়ে যে ভারতীয় টিম ম্যানেজমেন্টের প্রত্যাসা অনেকটাই চ়়তে শুরু করেছে তাও বলার অপেক্ষা রাখে না। বিরাট কোহলি নিজেও রান পেতে মরিয়া হয়ে রয়েছেন। সেই মঞ্চেই বিরাট কোহলির সামনে রয়েছে একাধিক রেকর্ড গড়ার হাতছানি। যার মধ্যে কিংবদন্তী ডন ব্র্যাডম্যানের রেকর্ড  ছোঁয়ার সুযোগও রয়েছে বিরাট কোহলির সামনে।

বর্ডার গাভাসকর ট্রফির শেষ ম্যাচে সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি

এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে্পের দড়জা খুলতে পারেনি ঠিকই, কিন্তু সেখানে বিরাট কোহলি যে পারফরম্যান্স দেখিয়েছিলেন তা ভারতীয় টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দেওয়ার জন্য যথেষ্ট। লিগ পর্বের শেষ দুই ম্যাচে বিরা কোহলির ব্যাটে দেখা গিয়েছিল জোড়া সেঞ্চুরীর ঝলক। সেই ধারা  যে তিনি এবার  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চেও ধরে রাখার ব্যপারে মরিয়া হয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে  সেঞ্চুরী করতে পারলেই ডন ব্র্যাডম্যানের ২৯টি সেঞ্চুরী করার রেকর্ড ছোঁবেন বিরাট কোহলি।

শুধুমাত্র এই একটা রেকর্ডই নয়। আরও বেশ কিছু রেকর্ড গড়ার হাতছানি রয়েছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের সামনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরাবরই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে  টেস্টের মঞ্চে এই মুহূর্তে বিরাট কোহলির ২৪ ম্যাচে ১৯৭৯ রান রয়েছে। তার ওপরেই রয়েছে রাহুল দ্রাবিড়ের ২১৬৬ রান। রাহুল দ্রাবিড়ের রান টপকানো থেকে খুব একটা দূরে নেই বিরাট কোহলি। রাহুরল দ্রাবিড়কে টপকানোর জন্য আর মাত্ির ১৮৮ রান দূরে রয়েছেন বিরাট কোহলি। সেই রান করতে পারলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের মঞ্চে তৃতীয় ভারতীয় হিসাবে সর্বোচ্চ রান করবেন তিনি।

একইসঙ্গে টেস্ট ফর্ম্যাটে বীরেন্দ্র সেওয়াগের রান টপকানো থেকেও মাত্র ১৭১ রান দূরে রয়েছেন বিরাট কোহলি। শেষপর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পি.নসিপের মঞ্চেও বিরাট কোহলিরক ব্যাটে সেঞ্চুরীর ঝলক দেখা যায় কিনা সেটাই এখন দেখার।

The post বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে বিরাট কোহলির সামনে একাধিক মাইলস্টোনের হাতছানি appeared first on CricTracker Bengali.

Exit mobile version