BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ, ভারত বনাম নেদারল্যান্ডসঃ প্রিভিউ, স্কোয়াড, হেড টু হেড ও সম্প্রচার বিবরণী

#image_title

IND vs AUS. (Photo Source: SAJJAD HUSSAIN/AFP via Getty Images)

মঙ্গলবার বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নামবে ভারত। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। এবার তিরুবন্তপুরমে নামতে চলেছে ভারতীয় দল। এবারই বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় করেছে নেদারল্যান্ডস। সেখানে যে ধারেভারে ভারতীয় দল অনেকটাই এগিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। প্রথম ম্যাচে নাম পারলেও, এই ম্যাচে নিজেদের পারফরম্যান্স যে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ঝালিয়ে নিতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে এই ম্যাচে চার ও পাঁচ নম্বর পজিশনে কাদের খেলানো হবে সেই জায়গাটাও দেখে নিতে চাইবে টিম ইন্ডিয়া।

সদ্য কয়েকদিন আগেই শেষ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ। সেখানেই ২-১ সেই সিরিজ জিতে নিয়েছিল ভারতীয় দল। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে এমন পারফরম্যান্স যে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখিয়ে  নিজেদের সেই আত্মবিশ্বাসটা যে ভারতীয় দল ধরে রাখতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচেই শেষ মুহূর্তের প্রস্তুতি  সেরে নিতে চাইবে টিম ইন্ডিয়া।

এবারের বিশ্বকাপের এই তিরুবন্তপুরমের মাঠেও খেলতে নামতে হবে ভারতীয় দলকে। তার আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই ম্যাচ যে ভারতীয় দলের ক্রিকেটারদের এখানকার পিচ বুঝতে যে অনেকটাই সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে এখন। একইসঙ্গে এই ম্যাচে বিরাট কোহলির খেলা নিয়েও চলছে একটা জল্পনা।

পিচ কন্ডিশন

কোচিতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। আগের প্রস্তুতি ম্যাচেও বৃষ্টি হয়েছিল এখানে। তেমনটা এই ম্যাচের সময়ও হতে পারে। তার ফলে পিচ খানিকটা হলেও ড্যাম্প প্রকৃতির থাকতে পারে। তার ফলে এখানে যে স্পিনাররা পেসারদের থেকে খানিকটা হলেও বাড়তি সুূবিধা পেতে পারে। তবে মনে করা হচ্ছে যে এই পিচে ২৮০ রান অনেকটাই বড় স্কোর হতে পারে।

ভারত বনাম নেদারল্যান্ডস স্কোয়াড

ভারতঃ রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কেএল রাহুল, ঈশান কিষাণ, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ

নেদারল্যান্ডসঃ বিক্রমজিত সিং, ম্যাক্স ওডাউড, ওয়েসলি ব্যারেসি, স্কোট এডওয়ার্ডস, শারিজ আহমেদ, আরিয়ান দত্, রোয়েলফ ফান ডার মারউই, তেজা নিদামানুরু, পল ফান মিকেরেন, লোগান ফান বিক, রিয়ান ক্লেন, সাইব্র্যান্ড এঙ্গলব্রেখ্ট. কলিন অ্যাকারম্যান, শাকিব জুলফিকার, বাস ডে লিড

ম্যাচ ও সম্প্রচার বিবরণী

ম্যাচ – ভারত বনাম নেদারল্যান্ডস প্রস্তুতি ম্যাচ

তারিখ ও সময় – ৩ অক্টোবর,  দুপুর ২টো ( ভারতীয় সময় )

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি + হটস্টার

ভারত বনাম নেদারল্যান্ডস হেড টু হেড

ম্যাচ – ২। ভারত – ২। নেদারল্যান্ডস – ০

The post বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ, ভারত বনাম নেদারল্যান্ডসঃ প্রিভিউ, স্কোয়াড, হেড টু হেড ও সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.

Exit mobile version