BJ Sports – Cricket Prediction, Live Score

বিশাখাপত্তনম বিমানবন্দরে এক ভক্তকে বিয়ে করার প্রস্তাব দিলেন রোহিত শর্মা

 বিশাখাপত্তনম বিমানবন্দরে এক ভক্তকে বিয়ে করার প্রস্তাব দিলেন রোহিত শর্মা

#image_title

Rohit Sharma. (Image Source: Twitter)

ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে প্রায়ই মাঠে এবং মাঠের বাইরে প্রায়ই মজার মেজাজে দেখা যায়। বিশাখাপত্তনম বিমানবন্দরে এক ভক্তের সঙ্গে তার কথোপকথনের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্ৰথম ম্যাচে খেলেননি। তিনি শ্যালকের বিয়ের জন্য মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দলের সাথে যোগদান করেননি।

দ্বিতীয় একদিনের ম্যাচটি বিশাখাপত্তনমের ডক্টর ওয়াই এস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। বিশাখাপত্তনম স্টেডিয়াম থেকে রোহিত যখন বেরিয়ে আসছিলেন তখন এক ভক্ত তার সাথে ভিডিও করার চেষ্টা করছিলেন, তখনই রোহিত তাকে একটি গোলাপ উপহার দেন। রোহিতের হাত থেকে গোলাপটি পেয়ে সেই ভক্তকে খুবই খুশি দেখাচ্ছিল। গোলাপটি উপহার দেওয়ার পর ভারতের অধিনায়ক মজা করে তাকে বলেন, “আপনি কি আমাকে বিয়ে করবেন?”

Rohit Sharma is an amazing character – what a guy! pic.twitter.com/YZzPmAKGpk

— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 19, 2023

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে জয়লাভ করেছে ভারতীয় দল। ভারতের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৩৫.৪ ওভারে মাত্র ১৮৮ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। শামি এবং সিরাজ দুজনেই ৩টি করে উইকেট নেন। রবীন্দ্র জাদেজা ২টি উইকেট পান। হার্দিক এবং কুলদীপ দুজনেই ১টি করে উইকেট নেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন মিচেল মার্শ। তিনি ১০টি চার এবং ৫টি ছয় সহ ৬৫ বলে ৮১ রান করেন।

রান তাড়া করতে নেমে শুরুতেই পরপর উইকেট হারিয়ে সমস্যায় পড়লেও কেএল রাহুলের হাত ধরে এই ম্যাচটি ৫ উইকেটে জিতে নেয় ভারত। তিনি ৯১ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন। হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজাও ব্যাট হাতে দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। হার্দিক ৩১ বলে ২৫ রান করে আউট হন। জাদেজা ৬৯ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৩টি উইকেট নেন।

দ্বিতীয় ম্যাচে অসাধারণভাবে কামব্যাক করল অস্ট্রেলিয়া

দ্বিতীয় ম্যাচে ভারতকে ১০ উইকেটে পরাজিত করল অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দল। ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারতীয় দল। শেষমেশ ২৬ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় ভারত।

রান তাড়া করতে নেমে মাত্র ১১ ওভারে ১২১ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দুই ওপেনার ট্রাভিস হেড এবং মিচেল মার্শ যথাক্রমে ৩০ বলে অপরাজিত ৫১রান এবং ৩৬ বলে অপরাজিত ৬৬ রান করেন। এই ম্যাচে ৮ ওভারে ৫৩ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান মিচেল স্টার্ক।

এই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। ভারতীয় দল অবশ্যই শেষ ম্যাচে কামব্যাক করে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিতে চাইবে।

The post বিশাখাপত্তনম বিমানবন্দরে এক ভক্তকে বিয়ে করার প্রস্তাব দিলেন রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.

Exit mobile version