BJ Sports – Cricket Prediction, Live Score

“বাড়িতে বসেই বা কী করব” – আইপিএলে প্রত্যাবর্তনের কাহিনী জানালেন মোহিত শর্মা

 “বাড়িতে বসেই বা কী করব” – আইপিএলে প্রত্যাবর্তনের কাহিনী জানালেন মোহিত শর্মা

#image_title

Mohit Sharma. (Photo Source: IPL/BCCI)

কলকাতা নাইট রাইডার্সের কাছে পরাজয়ের পরে গুজরাত টাইটান্স (জিটি) দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে এবং পাঞ্জাব কিংসকে ছয় উইকেটে পরাজিত করে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। ব্যাট হাতে শুভমান গিল আবারও তাঁর ধারাবাহিকতা প্রদর্শন করে ৪৯ বলে ৬৭ রানের ইনিংস খেলেছিলেন। গিল হাফ সেঞ্চুরি পেলেও প্রতিপক্ষকে মাত্র ১৫৩ রানে সীমাবদ্ধ রাখার পিছনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিলেন মোহিত শর্মা। ৩৪ বছর বয়সী পেসার তাঁর চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে দুই উইকেট তুলেছিলেন।

২০২০-তে দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষবার কোনো আইপিএল ম্যাচে খেলেছিলেন মোহিত। আইপিএল ২০২২-এ টাইটান্স তাঁকে নেট বোলার হিসাবে বাছাই করেছিল। এই মরসুমের আগে আয়োজিত নিলামে গতবারের চ্যাম্পিয়নরা সিনিয়র পেসারের জন্য বিড করেছিল এবং তাঁকে ৫০ লাখ টাকার বিনিময়ে কিনেছিল। তিন বছর বাদে আইপিএলে ফিরে এসেছে একটি জোরালো পারফর্ম্যান্স করে এবং এখন একাদশে তাঁর স্থান প্রায় পাকা করে ফেলেছেন।

অনেকেই জানত না আমি ঘরোয়া ক্রিকেটে খেলছি: মোহিত শর্মা

এদিকে, ম্যাচের পরে সম্প্রচারকদের সঙ্গে কথা বলার সময় হরিয়ানার পেসার জানিয়েছেন জিটিতে খেলোয়াড় হিসেবে আসার আগে প্রধান কোচ আশিস নেহরার সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছিল তাঁর। ক্রিকেট বিশ্বের সবচেয়ে দামী ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরে আসার বিষয়েও কথা বলেছেন তিনি।

“কয়েক বছর পরে ফিরে আসায় উত্তেজনা ছিল এবং চাপও ছিল। এর মধ্যে ঘরোয়া ক্রিকেটও খেলেছিলাম। গত বছর আমি ব্যাক সার্জারি থেকে ফিরে ঘরোয়া ক্রিকেট খেলেছি। অনেকেই জানত না আমি ঘরোয়া ক্রিকেটে খেলছি।

“দলের সঙ্গে থাকার জন্য আশু পার (আশিস নেহরা) কাছ থেকে ডাক পেয়েছিলাম। মুঝে লাগা ঘর ব্যয়ঠকে ভি কেয়া করেঙ্গে (আমি ভেবেছিলাম বাড়িতে বসেই বা কী করব) [গত বছর জিটির নেট বোলার হওয়ার বিষয়ে]। নেট বোলার হওয়াটা খারাপ কিছু নয়। অনেক অভিজ্ঞতা দেয়। জিটির পরিবেশ খুবই উপভোগ্য,” মোহিত বলেছেন।

পাঞ্জাব কিংস তাদের ব্যাটারদের থেকে প্রত্যাশিত পারফর্ম্যান্স না পাওয়ায় পরপর দুই ম্যাচে ব্যর্থতার মুখে পড়েছে। মোহালির পাটা পিচে মাত্র ১৫৩ রান তুলতে পেরেছিল স্কোর বোর্ডে। বোলাররা যদিও টাইটান্সের ব্যাটারদের চাপে রেখেছিলেন এবং শেষ ওভার পর্যন্ত পাঞ্জাব ম্যাচে টিঁকেছিল। তবে শেষ দুই বলে যখন চার রান বাকী, তখন রাহুল তেওয়াটিয়া চার হাঁকিয়ে টাইটান্সকে জয় এনে দেন। মোহিতকে এরপরে ১৬ই এপ্রিল, রবিবার, খেলতে দেখা যাবে যখন গুজরাত টাইটান্স ঘরের মাঠে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের।

The post “বাড়িতে বসেই বা কী করব” – আইপিএলে প্রত্যাবর্তনের কাহিনী জানালেন মোহিত শর্মা appeared first on CricTracker Bengali.

Exit mobile version