BJ Sports – Cricket Prediction, Live Score

বর্ডার-গাভাস্কার ট্রফির বাকী দুই টেস্ট থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার

 বর্ডার-গাভাস্কার ট্রফির বাকী দুই টেস্ট থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার

#image_title

David Warner. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে টিম ইন্ডিয়া বর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রেখেছে। ভারতীয় বোলিং আক্রমণের সামনে সফরকারীদের দিশাহারা দেখিয়েছেন এবং প্রায় সময়ই সুইপ শট খেলতে স্বাগতিকরা উইকেট হারিয়েছিল। এরই মধ্যে আরও একটি ধাক্কা খেল অজিরা। তাদের তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার সিরিজের বাকী অংশ থেকে বাদ পড়েছেন।

এর আগে স্কোয়াডের বেশ কিছু সদস্য চোটের কারণে সিরিজের প্রথম দুটি টেস্টে খেলতে পারেননি। এখন ওয়ার্নারের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার চাপ আরও বাড়াল। ৩৬ বছর বয়সী ব্যাটার এখন সিডনিতে ফিরে যাবেন চিকিৎসার জন্য। তবে ১৭ই মার্চ থেকে শুরু হওয়া ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

ওপেনার হিসাবে খেলানো হতে পারে ট্র্যাভিস হেডকে

দ্বিতীয় টেস্টে মহম্মদ সিরাজের বাউন্সারে আঘাত পেয়েছিলেন ওয়ার্নার এবং তাঁর বাম কনুইতে ফ্র্যাকচারের হয়েছিল। এরপরে তিনি ব্যাটিং চালিয়ে গেলেও প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার ফিল্ডিংয়ের সময় মাঠে নামেননি। দ্বিতীয় ইনিংসে তাঁকে ছাড়াই ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া এবং ওয়ার্নারের কনকশন সাবস্টিটিউ হিসেবে খেলানো হয়েছিল ম্যাট রেনশকে।

ডেভিড ওয়ার্নারের চোটের ফলে তৈরী হওয়া শূন্যতা ভরাট করতে পারেন ট্র্যাভিস হেড। ওপেনার হিসেবে তিনি দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করেছিলেন এবং অস্ট্রেলিয়া তাঁকেই আবার ওপেনিংয়ের দায়িত্ব দিতে পারে। ২৯ বছর বয়সী হেড দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৬ বলে ৪৩ রান করে সফরকারী দলকে আগ্রাসীভাবে শুরু করতে সাহায্য করেছিলেন।

অভিজ্ঞ ব্যাটার ওয়ার্নার যদিও এই সিরিজে এখনও অবধি বিশেষ প্রভাব বিস্তার করতে পারেননি। বাঁ-হাতি ব্যাটারকে ভারতীয় বোলিং আক্রমণের সামনে অস্বস্তিতে দেখিয়েছে। প্রথম টেস্টের দুই ইনিংসে তিনি মাত্র ১ ও ১০ রানের ইনিংস খেলার পরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৫ রান করে আউট হন।

ট্র্যাভিস হেড উদ্বোধনী স্লটের জন্য দীর্ঘমেয়াদী সমাধান হতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে উপমহাদেশে ইনিংস ওপেন করে তিনি সাফল্য পাওয়ায় এখন তাঁকেই খেলানো কথা ভাববে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের কোচিংয়ের অধীনে থাকা দল। ইন্দোরে আয়োজিত তৃতীয় টেস্টের আগে দলের কম্বিনেশন গুছিয়ে নিতে চায়বে অস্ট্রেলিয়া। প্রথম দুটি টেস্টে অনুপস্থিত থাকা ক্যামেরন গ্রিন ও মিচেল স্টার্ক তৃতীয় টেস্টের জন্য ফিট ঘোষিত হয়েছেন।

The post বর্ডার-গাভাস্কার ট্রফির বাকী দুই টেস্ট থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার appeared first on CricTracker Bengali.

Exit mobile version