BJ Sports – Cricket Prediction, Live Score

প্রথম ইনিংসে ছয় উইকেট নিয়ে অনিল কুম্বলের রেকর্ড ভাঙলেন রবিচন্দ্রন অশ্বিন

 প্রথম ইনিংসে ছয় উইকেট নিয়ে অনিল কুম্বলের রেকর্ড ভাঙলেন রবিচন্দ্রন অশ্বিন

#image_title

Ravichandran Ashwin. ( Image Source: hotstar )

আহমেদাবাদেও চললে রবিচন্দ্রন অশ্বিনের জাদু। আর তাতেই বাজিমাত ভারতীয় দলের। দ্বিতীয় দিনের শুরু থেকেই ভারতীয় বোলারদের বিরুদ্ধে ব্যাট হাতে দাপট দেখাতে শুরু করেছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা। ক্যামেরণ গ্রীণ ও উসমান খোয়াজার পার্টনারশিপে ভর করে বড় রানের রাস্তাটাও প্রশস্ত করে ফেলেছিল তারা। সেই পার্টনারশিপ ভেঙেই ফের একবার ভারতীয় শিবিরের ত্রাতা রবিচন্দ্রন অশ্বিন। এক ওভারে পরপর দুই উইকেট তুলে নিয়ে সেই অশ্বিনের হাত ধরেই অক্সিজেন পেয়েছিল ভারতীয় শিবির।

দ্বিতীয় দিন তিন উইকেট তুলতে পেরেছেন রবিচন্দ্রন অশ্বিন। মিচেল স্টার্ককে সাজঘরে ফেরানোর পরই রবিচন্দ্রন অশ্বিনের মুকুটে নয়া পালক। বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় হিসাবে অনিল কুম্বলের সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। এতদিন ১১১ টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ছিল অনিল কুম্বলের ঝুলিতে। এদিন সেই রেকর্ডই ভাঙলেন তিনি। টড মার্ফিকে সাজঘরে ফিরিয়েই রবিচন্দ্রন অশ্বিন বল হাতে নয়া রেকর্ডের মালিক হলেন। প্রথম ইনিংসে একাই নিয়েছেন ছয় উইকেট।

প্রথম ইনিংসে ৯১ রানে ৬ উইকেটে তুলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন

আহমেদাবাদে টেস্টে যখন রবিচন্দ্রন অশ্বিন নেমেছিলেন সেই সময় অনিল কুম্বলের রেকর্ড ছোঁয়ার থেকে মাত্র চার উইকেট দূরে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু প্রথম িনটা খুব একটা বাল যায়নি তাঁর। যদিও প্রথম দিন ট্রেভিস হেডকে সাজঘরে ফিরিয়ে অস্ট্রেলিয়া শিবিরের ধাক্কাটা দিয়েছিলেন তিনিই। কিন্তু সেদিন আর কোনও উইকেট পাননি তিনি। দ্বিতীয় দিনও প্রথম সেশনটা রবিচন্দ্রকন অশ্বিনকে ব্যর্থ হতেই দেখা গিয়েছিল।

চা বিরতির আগেই এদিন দেখা গিয়েছিল রবিচন্দ্রন অশ্বিনের স্পিন জাদু। ভারতের বিরুদ্ধে ক্যামের গ্রীণকে নিয়ে ক্রমশই বড় পার্টনারশিপ গড়ার রাস্তায় এগোচ্ছিলেন উসমান খোয়াজা। কেরিয়ারের প্রথম সেঞ্চুরীও এদিন এই মাঠেই পেয়েছেন ক্যামেরণ গ্রীণ। সেখানেই ফের ধাক্কা টা দেন রবিচন্দ্রন অশ্বিন। এক ওভারে পরপর ক্যামেরণ গ্রীণ এবং অ্যালেক্স ক্যারিকে সাজঘরে পাঠিয়ে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। আর তাতেই ের একবার ম্যাচে ফেরে ভারতীয় দল।

কিছুক্ষণের মধ্যেই মিচেল স্টার্ককেও সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেইসঙ্গেই অনিল কুম্বলের বর্ডার গাভাসকর ট্রফিতে ১১১টি উইকেট নেওয়ার রেকর্ডও ছুঁয়ে ফেলেন তিনি। যদিও অশ্বিনের তৈরি করা সেই চাপ কিন্তু ধরে রাখতে ব্যর্থই হয়েছিল ভারতীয় দল। বরং ন্যাথান লায়ন এবং টড মার্ফি ফের রান এগিয়ে নিয়ে যেতে শুরু করেন। সেখানেই টড মার্ফিকে ফেরানোর সঙ্গেই অনিল কুম্বলের রেকর্ড ভেঙে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। গোটা ইনিংসে একাই ছয় উইকেট অশ্বিনের।

The post প্রথম ইনিংসে ছয় উইকেট নিয়ে অনিল কুম্বলের রেকর্ড ভাঙলেন রবিচন্দ্রন অশ্বিন appeared first on CricTracker Bengali.

Exit mobile version