BJ Sports – Cricket Prediction, Live Score

দ্রুত সেরে ওঠার লক্ষ্যে পুল সেশনে ঋষভ পন্থ

 দ্রুত সেরে ওঠার লক্ষ্যে পুল সেশনে ঋষভ পন্থ

#image_title

Rishabh Pant. ( Photo Source: Rishabh Pant/ Instagram )

মাঠে কবে ফিরতে পারবেন তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তবে সেরে ওঠার রাস্তায় হাঁটা শুরু হয়ে গিয়েছে ঋষভ পন্থের। সেই থবি নিজেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন ভারতীয় দলের তারকা উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ। সুইমিং পুলে রিকভারি সেশন শুরু হয়ে গিয়েছে ঋষভ পন্থ। গত মাসেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ঋষভ পন্থ। সেখানেই ক্রাচের ভরসাতেই তাঁকে হাঁটতে দেখা গিয়েছিল। এবার পুল সেশন দিয়েই ধীরে ধীরে হাটা শুরু করলেন ঋষব পন্থ। এই ভিডিও ভারতীয় ক্রিকেট মহলে স্বস্তি এনে দেওয়ার জন্য যথেষ্ট।

ঋষভ পন্থ যে ভিডিও দিয়েছেন সেখানে দেখাযাচ্ছে যে সুমিং পুলের মধ্যে ওয়াকিং স্ট্যান্ডের ওপর ভর দিয়েই ধীরে ধীরে হেঁটে চলেছেন তিনি। রিকভারি সেশনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বেই এখন রয়েছেন ঋষভ পন্থ। তিনি যে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সেই বার্তাও দিয়েছেন ভারতীয় দলের এই তরুণ উইকেটকিপার ব্যাটার। ছোট থেকে বড় নানান সেশনের মধ্যেই দিয়েই সেরে উঠছেন ঋষভ পন্থ।

দেখে নিন ঋষভ পন্থের পুল সেশনের সেই ভিডিও

গত ৩০ ডিসেম্বর এক ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতীয় দলের এই তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ।  রুরকিতে সেই গাড়ী দূর্ঘটনা হয়েছিল তাঁর। সেই খবর ছড়িয়ে পড়ার সঙ্গেই ভারতীয় ক্রিকেট মহলে দেখা দিয়েছিল আতঙ্কের ছবি। যদিও কয়েকদিন আগেই ঋষভ পন্থের সুস্থতার খবর দেওয়া হয়েছিল হাসপাতাল তরফে। এরপর অবশ্য সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর ঋষভ পন্থ দিয়েছিলেন সকলকে। আপাতত তাঁর রিকভারি সেশন শুরু হয়েছে। গত মাসেই বাড়ি ফিরেছেন ঋষভ পন্থ।

Grateful for small thing, big things and everything in between. 🙏#RP17 pic.twitter.com/NE9Do72Thr

— Rishabh Pant (@RishabhPant17) March 15, 2023

ই মুহূর্তে কড়া পর্যবেক্ষণেই রয়েছেন তিনি। বাড়িতেই চলছে তিন বেলা ফিজিও থেরাপি। তাঁর পুরোপুরি সেরে উঠতে কতটা সম. লাগবে তা এখনও পর্যন্ত বোঝা সম্ভব নয়। তবে ঋষভ পন্থ কিন্তু চেষ্টাটা চালিয়েই যাচ্ছেন। ক্রিকেটকে যে কতটা মিস করছেন তা কয়েকদিন আগে ঋষভ পন্থ তাঁর এক সাক্ষাতকারেই জানিয়েছিলেন ঋষভ পন্থ। বুধবার সেই ভিডিওই দিলেন এই তারকা ক্রিকেটার। সুউমিং পুলে ধীরে ধীরে হাঁটা শুরু করেছেন ঋষভ পন্থ।

রুরকিতে গাড়ি দূর্ঘটনার জেরে প্রথমে দেহরাদুনের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঋষভ পন্থ। সেখান থেকেই পরে তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই ঋষভ পন্থ অস্ত্রপচারও হয়েছিল। প্রায় এক মাস পর হাসপাতল থেকে ছাড়া পেয়েছিলেন ঋষভ পন্থ। এখন শুধুই তাঁর মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন সকলে।

The post দ্রুত সেরে ওঠার লক্ষ্যে পুল সেশনে ঋষভ পন্থ appeared first on CricTracker Bengali.

Exit mobile version