BJ Sports – Cricket Prediction, Live Score

দুনিথ ওয়েল্লালাগের স্পিনে ধরাশায়ী ভারতীয় ব্যাটিং লাইনআপ, গড়লেন একাধিক রেকর্ডও

#image_title

Dunith Wellalage. ( Photo Source: Surjeet Yadav/Getty Images )

সোমবার কলম্বোর প্রেমদাা স্টেডিয়ামে দেখা গিয়েছিল বিরাট কোহলি , লোকেশ রাহুলদের দাদাগিরি। ১২ ঘন্টার মধ্যেই বদলে গিয়েছে সেই ছবিটা। শ্রীলঙ্কা বিরুদ্ধে ফের একবার ব্যর্থ ভারতীয় দলের টপ অর্ডার। আর তারই কৃতিত্ব শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগের। রোহিত শর্মা, শুভমন গিল শুরুটা ভাল করলেও, দুনিথ ওয়েল্লালাগে মাঠে বোলিংয়ে আসার পরই বদলে গিয়েছিল ছবিটা। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চের তরুণ ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগের সামনেই ধরাশায়ী ভারতীয় দলের তারকা ব্যাটিং লাইনআপ। চতুর্থ শ্রীলঙ্কান স্পিনার হিসাবে ভারতের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে এক ইনিংসে ৫ উইকেট তুলে নিলেন তিনি।

এখনও পর্যন্ত বিশ্বের কোনও স্পিনারই ভারতের প্রথম চারটে উইকেট তুলতে পারেননি। এশিয়া কাপের মঞ্চে সেটাই করে দেখালেন শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগে। এদিন ভারতের বড রান করার সমস্ত আশা তিনি একাই কার্যত শেষ করে দিলেন। ১০ ওভার বোলিং করে মাত্র ৪০ রান দিয়ে একাই ৫ উইকেট তুলে নিলেন দুনিথ ওযেল্লালাগে। শুভমন গিলের উইকেট নিয়ে শুরু করেছিলেন যাত্রাটা। শেষ করলেন হার্দিক পান্ডিয়ার উইকেট নিয়ে।

১০ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন দুনিথ ওয়েল্লালাগে

ধারেভারে এদিন শ্রীলঙ্কার থেকে এগিয়ে থেকেই নেমেছিল ভারতীয় দল। রোহিত শর্মা এবং শুভমন গিল শুরুটা বেশ ভালভাবে করেওছিল। ম্যাচের ১১ নম্বর ওভারে বোলিং করতে এসেছি্লেন এই তরুণ ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগে। আর সেই থেকেই তাঁর স্পিনের জাদু শুরু মাঠে। প্রথম ওভারেই শুভমন গিলকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। এরপর তাঁর দ্বিতীয় ওভারেই বিরাট কোহলি্কে ফিরিয়ে দেন তিনি। তৃতীয় ওভারে রোহিত শর্মা বোল্ড। তারকাদের তালিকায় নতুন নাম হিসাবে যুক্ত হল দুনিথ ওয়েল্লালাগের নাম। যদিও তাঁর দাপট কমেনি তখনই।

এরপরই লোকেশ রাহুলকেও কিছুক্ষণের মধ্যে প্যাভিলিয়নে ফিরে দেন দুনিথ ওয়েল্লালাগে। সেইসঙ্গেই এক বিরল রেকর্ড গড়েছেন এই তরুণ ক্রিকেটার। প্রথম স্পিনার হিসাবে ভারতের টপ অরপ্ডারের চার উইকেট তুলে নিলেন তিনি। একইসঙ্গে এদিন হার্দিক পান্ডিয়াও ছিলেন দুনিথ ওয়েল্লালাগেরই শিকার। পাঁচ উইকেট নিয়ে শ্রীলঙ্কার বোলার হিসাবে নতুন রেকর্ড গ়ড়েছেন এই তরুণ স্পিনার।

২০২২ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চ থেকেই নিজের পারফরম্যান্সের প্রদর্শন করে এসেছেন এই তরুণ ক্রিকেটার। ২০২২সালের  অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন তিনি। এরপরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয়েছিল এই তরুণ ক্রিকেটারের। সেখানেও নিজের পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। তবে ভারতের বিরুদ্ধেও সেরা পারফরম্যান্স দেখালেন এই তরুণ ক্রিকেটার।

The post দুনিথ ওয়েল্লালাগের স্পিনে ধরাশায়ী ভারতীয় ব্যাটিং লাইনআপ, গড়লেন একাধিক রেকর্ডও appeared first on CricTracker Bengali.

Exit mobile version