BJ Sports – Cricket Prediction, Live Score

ডাব্লুউটিসি ফাইনাল ২০২৩: ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্ৰথম একাদশ বেছে নিলেন রিকি পন্টিং

 ডাব্লুউটিসি ফাইনাল ২০২৩: ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্ৰথম একাদশ বেছে নিলেন রিকি পন্টিং

#image_title

Ricky Ponting. (Photo by Daniel Pockett-ICC/ICC via Getty Images)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডাব্লুউটিসি) ২০২৩-এর ফাইনালে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এবং প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হবে। ৭ই জুন থেকে লন্ডনের দ্য ওভালে এই ফাইনাল ম্যাচটি খেলা হবে।

প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার রিকি পন্টিং ডাব্লুউটিসির ফাইনাল ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার প্ৰথম একাদশ বেছে নিয়েছেন। যদি জশ হ্যাজেলউড ফিট না থাকেন তবে স্কট বোল্যান্ডকে তার জায়গায় খেলানোর কথা বলেছেন তিনি। বর্ডার গাভাস্কার ট্রফি ২০২৩-এ ভারতের বিরুদ্ধে খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি বোল্যান্ড। তবে একথাও ঠিক যে ইংল্যান্ডের পরিস্থিতি ভারতের থেকে অনেকটাই আলাদা।

দ্য আইসিসি রিভিউতে রিকি পন্টিং বলেন, “আমি মনে করি ওয়ার্নার খেলবেন। গত কয়েক মাস ধরে যা বলা হচ্ছে সবই শুনছি, ওয়ার্নার খাওয়াজার সঙ্গে খেলবেন, ব্যাটিং ওপেন করবেন। মার্নাস ল্যাবুশেন তিন, স্টিভ স্মিথ চার, ট্র্যাভিস হেড পাঁচ, ক্যামেরন গ্রিন ছয়, অ্যালেক্স কেরি সাত, মিচেল স্টার্ক আট, প্যাট কামিন্স নয়, নাথান লিয়ন ১০। হ্যাজেলউডের জায়গায় স্কট বোল্যান্ড খেলবেন।”

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ চোটের কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে মাত্র ৩টি ম্যাচ খেলতে সক্ষম হয়েছিলেন জশ হ্যাজেলউড। এই মরসুমে তিনি ৩টি উইকেট পেয়েছিলেন এবং তার সেরা বোলিং পরিসংখ্যান ছিল ২/১৫।

“ট্র্যাভিস হেড সম্প্রতি মিডল অর্ডারে ঠিকঠাক খেলেছেন এবং ক্যামেরন গ্রিন সত্যিই গত ১২ মাসে সবার নজরে উঠে এসেছেন” – রিকি পন্টিং

অস্ট্রেলিয়ার প্রতিভাবান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের সকলের নজরে উঠে আসার কথা উল্লেখ করেছেন রিকি পন্টিং। এছাড়াও তিনি বলেছেন যে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিভাগ ঠিকঠাক আছে।

রিকি পন্টিং বলেন, “গত ১২ মাসে শুধুমাত্র ব্যাটিংয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন ছিল, এবং এটি ছিল ডেভিড ওয়ার্নারের ওপেনিং স্পট এবং তিনি কতক্ষণ খেলা চালিয়ে যেতে চলেছেন। ট্র্যাভিস হেড সম্প্রতি মিডল অর্ডারে ঠিকঠাক খেলেছেন এবং ক্যামেরন গ্রিন সত্যিই গত ১২ মাসে সবার নজরে উঠে এসেছেন। আমি মনে করি ব্যাটিংয়ের দিকটি ঠিকঠাক আছে।”

রিকি পন্টিংয়ের বেছে নেওয়া অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: উসমান খাওয়াজা, ডেভিড ওয়ার্নার, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ন, স্কট বোল্যান্ড (যদি জশ হ্যাজেলউড ফিট না হন)।

The post ডাব্লুউটিসি ফাইনাল ২০২৩: ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্ৰথম একাদশ বেছে নিলেন রিকি পন্টিং appeared first on CricTracker Bengali.

Exit mobile version