BJ Sports – Cricket Prediction, Live Score

টেস্টে বিরাট কোহলির খারাপ ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন রিকি পন্টিং

 টেস্টে বিরাট কোহলির খারাপ ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন রিকি পন্টিং

#image_title

Ricky Ponting. (Photo by Robert Cianflone/Getty Images)

বছরের প্রথম টেস্ট সিরিজ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছে টিম ইন্ডিয়া। টি টোয়েন্টি থেকে একদিনের ফর্ম্যাটে ফর্মে ফিরলেও টেস্টে এখনও পর্যন্ত বড় রানের রাস্তায় ফিরতে পারেননি বিরাট কোহলি। তিন টেস্টেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর পারফরম্যান্স নিয়েও যে কানাভুসো শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতেই প্রাক্তন বারত অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন তারকা প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার রিকি পন্টিং। বিরাট কোহলির ব্যাটে রান আসা  নিয়ে আত্মবিশ্বাসী রিকি পন্টিং।

বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে সবসময়ই আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়কের মুখে। যদিও বরি্ডারক-গাভাসকর ট্রফিতে এখনও পর্যন্ত চূড়ান্ত ব্যর্থ হতেই দেখা গিয়েছে বিরাট কোহলিকে। ২০১৯ সালে শেষবার ঘরের মাঠে টেস্ট ফর্ম্যাটে সেঞ্চুরী পেয়েছিলেন তিনি। এরকপর থেকেই বিরাট কোহলির টেস্ট সেঞ্চুরীতে খরা। নতুন মরসুমে টি টোয়েন্টি এবং একদিনের ফর্ম্যাটে তাঁর ব্যাটে সেঞ্চুরীর ঝলক দেখার পর থেকেই বিরাট কোহলিকে নিয়ে প্রত্যাশা বাড়তে শুরু করেছিল সকলের।

চলতি সিরিজে এখনও পর্যন্ত একটিও অর্ধশতরান পাননি বিরাট কোহলি

কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন টেস্ট খেলা হয়ে গেলেও, বিরাট কোহলির ব্যাটে এখনও পর্যন্ত অর্ধশতরানও দেখা যায়নি। এমন পরিস্থিতিতে অবশ্য সমালোচনায় যেতে নারাজ প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। তাঁর মতে বিরাট কোহলির মতো ক্রিকেটার নিজের ফর্মে ফেরার রাস্তা ঠিকই খুঁজে বের করে ফেলবেন। শুধু তাই নয় বিরাট কোহলির এই ফর্ম নিয়ে যে তিনি একেবারেই চিন্তিত নন, সেই কথাও বলতে দ্বিধা নেই রিকি পন্টিংয়ের। তাঁর মতে এখনও পর্যন্ত এই সিরিজের পিচ ব্যাটারদের কাছে বিভীষিকা ছাড়া কিছুই নয়। সেজন্যই বিরাট কোহলির পাশেই দাঁড়াচ্ছেন রিকি পন্টিং।

বিরাট কোহলি প্রসঙ্গে রিকি পন্টিং জানিয়েছেন, “বিরাট কোহলির মতো একজন ক্রিকেটারের জন্য সবসময়ই বলে এসেছি যে চ্যাম্পিয়ন ক্রিকেটাররা নিজেদের রাস্তা ঠিক খুঁজে বের করতে পারে। সেজন্যই আমি তাঁর ফর্মে না থাকা নিয়ে খুব একটা চিন্তিত নই। কারণ বিরাট কোহলির মতো ক্রিকেটারের ফর্মে ফেরার ব্যপারে যথেষ্ট আত্মবিশ্বাসী আমি”।

সদ্য শেষ হয়েছে তৃতীয় টেস্ট। আগামী  ৯ মার্চ থেকে শুরু হবে আহমেদাবাদের চতুর্থ টেস্ট। সেই টেস্টে নামার আগে কয়েকদিনেক ছুটি পেয়েছেন বিরাট কোেহলি ও অধিনায়ক রোহিত শর্মা। গত শনিবারই উজ্জয়ীনিতে মহাকালেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিতে গিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। অন্যদিকে আহমেদাবাদে ভারতীয় দলের বাকি ক্রিকেটাররা প্রস্তুতি শুরু করে দিতে চলেছেন। শেনাযাচ্ছে আহমেদাবাদের পিচ নাকি খানিকটা ব্যাটিং সহায়ক হতে চলেছে। এখানেই বিরাট কোহলির টেস্ট ফর্ম্যাটে ফর্মে ফেরেন কিটা সেটাই এখন দেখার।

The post টেস্টে বিরাট কোহলির খারাপ ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন রিকি পন্টিং appeared first on CricTracker Bengali.

Exit mobile version