BJ Sports – Cricket Prediction, Live Score

জয়ে ফিরতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স, জোরকদমে চলছে অনুশীলন

 জয়ে ফিরতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স, জোরকদমে চলছে অনুশীলন

#image_title

Kolkata Knight Riders. (Photo Source: Twitter)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে একদমই ভালো পরিস্থিতিতে নেই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তারা এখনও পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে মাত্র ২টি ম্যাচে জয় পেয়েছে। তাদের নেট রান রেট হল -০.১৮৬। প্ৰথম ৩টি ম্যাচের মধ্যে ২টি ম্যাচে জেতার পর টানা চারটি ম্যাচে হারের মুখোমুখি হয়েছে কেকেআর।

নিজেদের আগের ম্যাচে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে ৪৯ রানে পরাজিত হয়েছিল কেকেআর। এই মরসুমে ঘরের মাঠে ৩টি ম্যাচের মধ্যে ২টিতে পরাজিত হয়েছে কেকেআর। আইপিএল ২০২৩-এর দুটি সর্বোচ্চ স্কোরই এসেছে কেকেআরের বিরুদ্ধে এবং দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল তাদের ঘরের মাঠে। এডেন মার্করামের নেতৃত্বাধীন দল সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে এই মরসুমের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরটি করেছিল। হ্যারি ব্রুকের দুরন্ত শতরানের হাত ধরে স্কোরবোর্ডে ২০ ওভারে ৪ উইকেটে ২২৮ রান তুলেছিল এসআরএইচ। কেকেআরের বিরুদ্ধে নিজেদের আগের ম্যাচে এই মরসুমের সর্বোচ্চ স্কোরটি নথিভুক্ত করেছিল সিএসকে। তারা ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান করেছিল। কেকেআরের জন্য এই রেকর্ডটি খুবই লজ্জার।

নিজেদের পরবর্তী ম্যাচে অবশ্যই জয়ে ফিরতে চাইবে নীতিশ রানার দল। সেই ম্যাচের আগে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে নাইট বাহিনী। কেকেআর নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অনুশীলন করার ভিডিও শেয়ার করেছে। তারা হর্ষিত রানার বোলিং অনুশীলন করার একটি ভিডিও শেয়ার করেছে। এছাড়াও টিম সাউদির বোলিং অনুশীলন করার একটি ফটো পোস্ট করেছে কেকেআর।

নিজেদের পরবর্তী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স

২৬শে এপ্রিল, বুধবার নিজেদের পরবর্তী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। আরসিবি এখনও অবধি ৭টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৪টি ম্যাচে জয় পেয়েছে। তাদের নেট রান রেট হল -০.০০৮।

বিরাট কোহলির নেতৃত্বে নিজেদের শেষ দুটি ম্যাচে জয় পেয়েছে আরসিবি। কেকেআরের বিরুদ্ধে ম্যাচের আগে ফাফ ডু প্লেসিস পুরোপুরি ফিট না হলে আবার বিরাটকেই হয়তো আরসিবিকে নেতৃত্ব দিতে দেখা যাবে। নিজেদের আগের ম্যাচে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল রাজস্থান রয়্যালসকে ৭ (আরআর) রানে পরাজিত করেছে আরসিবি। কেকেআরের বিরুদ্ধে তারা নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

The post জয়ে ফিরতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স, জোরকদমে চলছে অনুশীলন appeared first on CricTracker Bengali.

Exit mobile version