BJ Sports – Cricket Prediction, Live Score

চুক্তিবদ্ধ ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিশেষ নির্দেশিকা বিসিসিআইয়ের

 চুক্তিবদ্ধ ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিশেষ নির্দেশিকা বিসিসিআইয়ের

#image_title

BCCI LOGO. ( Image Source: Twitter )

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরই ভারতের মাটিতে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত আইপিএল। প্রায়তিন বছর পর ফের ভারতের মাটিতে স্বমহিমায় হতে চলেছে এবারের আইপিএল। এই প্রতিযোগিতা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ইতি্মখ্যেই বেদিশীদের পাশাপাশি ভারতীয় ক্রিকেটাররাও তাদের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়ে দিয়েছেন। কিন্তু সেই প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই প্রতিটি ফ্র্যাঞ্চািজিকে বোর্ডের তরফে বিশেষ নির্দেশিকা। সামনের েকাধিক সিরিজের কথা মাথায় রেখে চু্ক্তিবদ্ধ ক্রিকেটারদের ওয়ার্কলোডের দিকেই বিশেষ নজকর রাখার নির্দেশ দিয়েছে বিসিসিআই

আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপি্এল। সেই প্রতিযোগিতা শেষ হলেই ভারতীয় দলের সামনে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। শুধু তাই নয় সামনেই রয়েছে একাধিক সিরিজও।  এছাড়া এই বছরই ঘরের মাঠে রয়েছে বিশ্বকাপের আসর। সেই সমস্ত কথা বিচার করেই আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে েই বিশেষ নির্দেশিয়া দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে। বিশেষ করে বোলারদের ওপর অতিরিক্ত চাপ নেওয়ারই পরামর্শ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

৩১ মার্চ থেকে শুরু হচ্ছে এই মরসুমের আইপিএল

অতীতে বহুবারই আইপিএলের মঞ্চে ভারকতীয় ক্রিকেটারদের অতিরিক্ত চাপ েনিতে দেখা গিয়েছে। সেইসঙ্গে বহু ক্রিকেটারদের চোট পাওয়ার ছবিও দেখা গিয়েছে। যার ফলে জাতীয় দলকেই বারবাার সমস্যায় পড়তে হয়েছে। কিন্তু এই মরসুমর পরিস্তিতিটা সম্পূর্ণ আলাদা। সামনেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এছাড়া েরয়েছে একাধিক সিরিজ। একইসঙ্গে এবার ঘরের মাঠেই বিশ্বকাপের মঞ্চেও নামবে ভারতীয় দল। সেই সমস্ত কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্তের পথে হেঁটেছে বিসিসিআই।

এই প্রসঙ্গে ইন্ডিয়া এক্সপ্রেসকে বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, “আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে জানানো হয়েছে যে বিশেষ করে ভারতীয় বোলারদের দিকেই বিশেষ নজর দেওয়ার নি্র্দেশ দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে। নেট প্রস্তুতির সময় তাদেরকে দিয়ে অতিরিক্ত বোলিং না করানোরই নির্দেশ এসেছে বোর্জের তরফে। তারা যাতে ট্পেনিং এবং শক্তি অরক্জনের দিকেই বেশী ফোকাস করতে পারে সেই কথাই জানানো হয়েছে”।

শোনাযাচ্ছে এনসিএর ফিজিওথেরাপিস্ট এবং ফিজিক্যাল ও কন্ডিশনিং কোচ নাকি সম্প্রতি জুম কলিংয়ের মাধ্যমে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ট্রেনারদের সঙ্গে কথাবার্তা বলেছেন। সেখানেই নাকি ভারতীয় ক্রিকেটারদের নিয়ে এমন বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল।

The post চুক্তিবদ্ধ ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিশেষ নির্দেশিকা বিসিসিআইয়ের appeared first on CricTracker Bengali.

Exit mobile version