BJ Sports – Cricket Prediction, Live Score

গুজরাত টাইাটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের বিশ্লেষণে আকাশ চোপড়া

 গুজরাত টাইাটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের বিশ্লেষণে আকাশ চোপড়া

#image_title

Aakash Chopra. (Photo Source: Facebook)

আর কয়েক ঘন্টা অপেক্ষা। এরপরই আইপিএলের মঞ্চে মেগা ডুয়েল। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে নামতে চলেছে মুম্বই ইন্ডি্য়ান্স। আইপিএলের ম়্চে শেষ দুই বছরে সবচেয়ে ধারাবাহিক দলের তকমা রয়েছে  গুজরাত টাইটান্সের গায়ে। সেখানেই শেষ কয়েকটি ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বিধ্বংসী পারফরম্যান্স। এই ম্যাচ শুরু হওয়ার আগেই দুই দলকে নিয়ে বিশ্লেষণে বসেছিলেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে এই ম্যাচে লড়াইটা হবে সমানে সমানে। কোনও দলকেই আরেক দলের থেকে এগিয়ে রাখতে পারছেন না তিনি।

এলিমিনেটরের মঞ্চে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানে ব্য়াটাররা বিধ্বংসী পারফরম্যান্স দেখাতে না পারলেো, বল হাতে কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা ছিলেন অসাধারণ ফর্মে। তরুণ বোলার আকাশ মধওয়াল একাই কার্যত সেি ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং লাইনআপকে শেষ করে দিয়েছিলেন। সেই ্মযাচে রান না পেলেও, এই ম্যাচে সূর্যকুমার যাদব জ্বলে উঠতে পারবেন তা বলা যায় না। সেই মতোই চলছে নানান হিসাব নিকাশ।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরিসংখ্যানে এগিয়ে রয়েছে গুজরাত টাইটান্স

আঐকাশ চোপড়ার মতে এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারানো খুব একটা সহজ কাজ একেবারেই হবে না। অন্যদিকে আবার গুজরাত টাইটান্সও রয়েছে দুরন্ত ফর্মে। গতবারের আইপিএলের চ্যাম্পিয়ন হওয়ার পরও নিজেদের পারপরম্যান্সের ধারা অব্যহত রেখেছেন তারা।  এবারের আইপিএলেও লিগ পর্বে শীর্ষ স্থান ধরে রেখেছিলেন গুজরাত টাইটান্স। অন্যদিকে শুরুটা সেভাবে করতে না পারলেও, আইপিএলের মাঝপথ থেকেই ঘুরে দাঁড়িয়েছিল মুম্বি ইন্ডিয়ান্স। আইপিএলের প্লেঅফের দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা পাকা করে ফেলেছেন তারা। সেজন্যই কোনও দলকেই এগিয়ে রাখতে নারাজ আকাস চোপড়া।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন,  শেষ ম্যাচ জয়ের জন্য তাদের কারোর ওপরই কোনওরকম চাপ ছিল না। বরং অন্যান্যদের ভাগ্য ছিল তাদের হাতে।  সেজন্যই আমি মনে করি যে এদিন একটা অসাধারণ লড়াই হতে চলেছে। আঈমার মতে এই লড়াইটা একেবারেই সমানে সমানে হবে। আমি এমনি কিছুই বলছি না। আমার মতে এদিন যে দল ভাল খেলবে তাদেরই জেতা উচিত্। আমরা এদিন একটা ভাল ম্যাচ উপভোগ করতে পারব।

এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন গুজরাত টাইটান্সের শুভমন গিল, রশিদ খান, মহম্মদ সামিদের মতো ক্রিকেটাররা। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শেষ ম্যাচে আকাশ মধওয়ালের বোলিং সকলেরই নজর কেড়েছিল। সেইসঙ্গে সূর্যকুমার যাদব, ক্যামেরণ গ্রীণরাও রয়েছেন দুরন্ত ফর্মে। এখন শুধুই ম্যাচ শুরু হওয়ার অপেক্ষায় সকলে।

The post গুজরাত টাইাটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের বিশ্লেষণে আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.

Exit mobile version