BJ Sports – Cricket Prediction, Live Score

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দেখতে মাঠে থাকবেন ঋষভ পন্থ

 গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দেখতে মাঠে থাকবেন ঋষভ পন্থ

#image_title

Ricky Ponting and Rishabh Pant. (Photo Source: IPL/BCCI)

গাড়ী দূর্ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ। এবারের আইপিএলেও নেই তিনি। কিন্তু দিল্লি ক্যাপিটালস সবসময়ই তাদের অধিনায়কের পাশে রয়েছে। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে নামতে চলেছ দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দেখার জন্য গ্যালারীতে উপস্থিত থাকবেন ঋষভ পন্থ। মাঠে নামার সম্ভাবনা  তাঁর নেই। মাঠের বাইরে থেকেই এবার দিল্লি ক্যাপিটালসকে সমর্থন করবেন ঋষভ পন্থ। মঙ্গলবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামবে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচেই রুণ জেটলি স্টেডিয়ামে থাকবেন  অধিনায়ক ঋষভ পন্থ।

এই মুহূর্তে চিকিত্সাধীন রয়েছেন ঋষভ পন্থ। শোনাযাচ্ছে এবারের বিশ্বকাপেও ভারতীয় দলের হয়ে তাঁর নামার সম্ভাবনা একেবারেই ক্ষীণ রয়েছে। এবার ঋষভ পন্থের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের নেতৃতবের দায়িত্বে রয়েছেন ডেভিড ওয়ার্নার। প্রছম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিততে পারেনি তারা। এবার ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচেই ঋষভ পন্থের উপস্থিতি যে তাদের আত্মবিশ্বাস বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।

ভয়াবহ গাড়ী দূর্ঘটনার জেরে অনির্দিষ্ট কালের জন্য মাঠের বাইরে ঋষভ পন্থ

প্রতিযোগিতা শুরুর আগেই দিল্লি ক্যাপিটালসের উদ্দেশ্যে আবেগতাড়িত বার্তা পাঠিয়েছিলেন ঋষভ পন্থ। প্রথম ম্যাচেই ঋষভ পন্থের পাশে থাকার এক অভিনব বার্তা দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তাঁর জার্সিই চিল দিল্লি ক্যাপিটালস শিবিরের ডাগ আউটে সর্বক্ষণের সঙ্গী। এবার সশরীরেই দিল্লি ক্যাপিটালসের ম্যাচে উপস্থিত থাকতে চলেছেন ঋষভ পন্থ। মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন তিনি। যদিও দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে থাকবেন কিনা তা নিয়ে এখনই কোনওরকম খবর নেই। ঋষভ পন্থকে দীর্ঘদিন পর মাঠে দেখার অপেক্ষাতেই রয়েছেন সকলে।

ঋষভ পন্থের মতো ক্রিকেটার দলে না থাকা  যে একটা অপূরণীয় ক্ষতি তা বলার অপেক্ষা রাখে না। সেই কথা বারবারই দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্টের সদস্যদের মুখ থেকে শোনা গিয়েছিল। প্রতিযোগিতা শুরুর আগে তাঁকে মাঠে নিয়ে আসার কথা শোনা গিয়েছিল রিকি পন্টিংয়ের মুখেও। বিরাট সেই দূর্ঘটনার পর এই প্রথমবার মাঠে  আসতে চলেছেন ঋষভ পন্থ।

গতবছরের শেষেই এক ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। আর সেই দূর্ঘটনাতেই জেরেই অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ।  দূর্ঘটনার পর দেহরাদুনের এক হাসপাাতালেই প্রাথমিকভাবে ভর্তি করা হয়েছিল ঋষভ পন্থকে। যদিও এরপরই বোর্ডের তরফে তাঁকে সেই হাসপাতাল থেকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখানেই ঋষভ পন্থের অস্ত্রোপচারও হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত ক্রাচের ভরসাতেই হাঁটতে হচ্ছে ঋষভ পন্থকে। মঙ্গলবার সেই ঋষভ পন্থই প্রথমবারের জন্য আইপিএলের মঞ্চে আসতে চলেছেন।

The post গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দেখতে মাঠে থাকবেন ঋষভ পন্থ appeared first on CricTracker Bengali.

Exit mobile version