BJ Sports – Cricket Prediction, Live Score

গুজরাতের বিরুদ্ধে শেষ ওভারের বোলিং পরিকল্পনা প্রকাশ্যে আনলেন ঈশান্ত শর্মা

গুজরাতের বিরুদ্ধে শেষ ওভারের বোলিং পরিকল্পনা প্রকাশ্যে আনলেন ঈশান্ত শর্মা

#image_title

Ishant Sharma. (Photo Source: IPL/BCCI)

মঙ্গলবার আইপিএলের মঞ্চে আরও চমকপ্রদ ম্যাচের স্বাক্ষী থেকেছে সকলে। এবারের আইপিএলের সবচেয়ে সেরা ও ধারাবাহিক দল গজরাত টাইটান্সকে আটকে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাও আবার হাতে মাত্র ১৩০ রান নিয়ে হার্দিক পান্ডিয়াদের রুখে দিয়েছিল দিল্লি ক্যাপিটালসের বোলাররা। সেখানেই বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন ঈশান্ত শর্মা। সেখানেই শেষ ওভারে গুজরাত টাইটান্সের অন্যতম সেরা তরকাকে রুখে দিয়েছিেন দিল্লি ক্যাপিটালসের ঈশান্ত শর্মা। বিশেষ করে শেষ ওভারে তাঁর বোলিং দেখে আপ্লুত হয়েছেন সকলে।

শেষ ওভারে জয়ের জন্য গুজরাত টাইটান্সের প্রয়োজন চিল ১২ রান। সেখানেই ঈশান্ত শর্মার দুর্ধর্ষ বোলিং থামিয়ে দিয়েছিল গুজরাত টাইটান্সকে। সেইসঙ্গেই এবারের আইপিেলের অন্যতম জডয় তচুলে নিয়েছে গুজরাত টাইটান্স। সেই ম্যাচ শেষেই  নিজের শেষ ওভারে রাহুল তেওয়াটিয়াকে আটকানোর জন্য তাঁর কী পরিকল্পনা ছিল সেটাই এবার জানিয়েছেন ভারতীয় দলের েই তারকা বোলার। রাহুল তেওয়াটিয়ার সঙ্গে খেলার অভিজ্ঞতাই যে এদিনের ম্যাচে তিনি কাজে লাগিয়েছিলেন তা জানাতে কোনও দ্বিধা করেননি।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২৩ রানে ২ উইকেট নিয়েছেন ঈশান্ত শর্মা

১৯ নম্বর ওভারেই পরপর তিন বলে তিনটে ওভার বাউন্ডারি হাঁকিয়ে গুজরাত টাইটান্সের জয়ের আসা বাংচিয়ে তুলেছিলেন রাহুল তেওয়াটিয়া। সেই সময় কমেন্ট্রে বক্সেও তাঁরক এই বিধ্বংসী ইনিংস নিয়ে আসোচনা শুরু হয়ে গিয়েছিল। এমন বহু ্ময়াচেই শেষ মুহূর্তে দিল্লি ক্যাপিটালসকে জিতিয়ে সকলসকে অবাক করে দিয়েছিলেন তিনি। এদিনও সকলে তেমনই কিছু একটা দেখার অপেক্ষায় ছিলেন। কতি্তু শেষপর্যন্ত আর পারেননি রাহুল তেওয়াটিয়া। ঈসান্ত শর্মার পাতা ফাঁদেই থেমে যেচে হয় তাঁকেও। এূবারের াইপিেলে নেটে ওয়াইড অর্কারের বিশেষ প্রস্তুতিই সেরেছিলেন ঈশান্ত শর্মা। সেটাই যে তিনি কাজে লাগিয়েছিলেন তা বলতে কোনও দ্বিধা নেই তাঁর।

ম্যাচ শেষে ঈশান্ত শর্মা জানিয়েছেন, “আমি রাহুল তেওয়াটিয়ার সঙ্গে বহু ম্যাচ খেলেছি। সেজন্যই খানিকটা মজা করছিলাম তাঁর সঙ্গে। আমি জানতাম য়ে তাঁকে বোকা বানাতেই হবে। নইলে তিনি ব্যাট হাতে কী করতে পারেন তা আমাদের সকলেরই জানা রয়েছে”।

ঈশান্ত শর্মাব নিজের প্রস্তুতি নিয়ে আরও জানিয়েছেন, “নেটে জোরদার প্রস্তুতি চালিয়েছি আমরা। সেখানে যেমন নতুন বলে আমাদের প্রস্তুতি হয়েছে, তেমনই পুরনো বলেও সমানভাবে প্রকস্তুতি চালিয়ে যাওয়া হয়েছে। সেইসঙ্গেই কেমনভাবে ওয়াইড ইয়র্কার করা যায় সেই প্রস্তুতিি চালিয়ে গিয়েছি নেটে। সেই কঠিন পরিশ্রমের দামই অবশেষে পেয়েছি এদিন”।

The post গুজরাতের বিরুদ্ধে শেষ ওভারের বোলিং পরিকল্পনা প্রকাশ্যে আনলেন ঈশান্ত শর্মা appeared first on CricTracker Bengali.

Exit mobile version