BJ Sports – Cricket Prediction, Live Score

গুজরাট টাইটান্সকে ১৫ রানে পরাজিত করে আইপিএল ২০২৩-এর ফাইনালে জায়গা করে নিল চেন্নাই সুপার কিংস

 গুজরাট টাইটান্সকে ১৫ রানে পরাজিত করে আইপিএল ২০২৩-এর ফাইনালে জায়গা করে নিল চেন্নাই সুপার কিংস

#image_title

Chennai Super Kings. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর কোয়ালিফায়ার ১-এ গুজরাট টাইটান্সকে (জিটি) ১৫ রানে পরাজিত করে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করল চেন্নাই সুপার কিংস (সিএসকে)।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটান্স। চেন্নাই সুপার কিংসের ফর্মে থাকা দুই ওপেনার রুতুরাজ গায়কওয়াড় এবং ডেভন কনওয়ে মিলে ৮৭ রানের একটি দারুন পার্টনারশিপ করেন। এই ম্যাচে সিএসকের হয়ে সর্বোচ্চ রান করেন গায়কওয়াড়। তিনি ৪৪ বলে ৬০ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৭টি চার এবং ১টি ছয় মারেন। কনওয়ে ৪টি চার সহ ৩৪ বলে ৪০ রান করেন। এরপরে আর কোনো ভালো পার্টনারশিপ গড়ে তুলতে ব্যর্থ হয় সিএসকে। সিএসকের দুই অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে এবং আম্বাতি রায়ডু শুরুটা বেশ ভালোভাবেই করেছিলেন কিন্তু সেটিকে বড় রানে রূপান্তরিত করতে পারেননি। রাহানে ১০ বলে ১৭ রান এবং রায়ডু ৯ বলে ১৭ রান করেন। অধিনায়ক এমএস ধোনি এই ম্যাচে ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন।

রবীন্দ্র জাদেজা ২টি চার সহ ১৬ বলে ২২ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। শেষে মঈন আলি ১টি ছয় সহ ৪ বলে অপরাজিত ৯ রান করেন। শেষমেশ ২০ ওভারে ৭ উইকেটে ১৭২ রান করে চেন্নাই সুপার কিংস। মহম্মদ শামি এবং মোহিত শর্মা যথাক্রমে ৪ ওভারে ২৮ রান এবং ৪ ওভারে ৩১ রান দিয়ে ২টি করে উইকেট শিকার করেন। দর্শন নালকান্দে, রশিদ খান, নূর আহমেদ প্রত্যেকেই ১টি করে উইকেট নেন।

দুর্দান্ত বোলিংয়ের প্রদর্শন করল চেন্নাই সুপার কিংস

রান তাড়া করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে গুজরাট টাইটান্স। তাদের দলের অভিজ্ঞ ওপেনার ঋদ্ধিমান সাহা ১১ বলে ১২ রান করেন। টানা দুটি ম্যাচে সেঞ্চুরি করার পর এই ম্যাচে ৪টি চার এবং ১টি ছয় সহ ৩৮ বলে ৪২ রান করেন শুভমন গিল। হার্দিক পান্ডিয়া এই ম্যাচে বেশি রান করতে পারেননি। দাসুন শানাকাকে এই ম্যাচে চার নম্বরে ব্যাট করতে পাঠিয়েছিল জিটি। তিনি ১৬ বলে ১৭ রান করেন। ডেভিড মিলার এবং রাহুল তেওয়াতিয়া ব্যাট হাতে ব্যর্থ হন। রশিদ খান শেষে অনেক চেষ্টা করেও জিটিকে ম্যাচ জেতাতে পারেননি। তিনি ৩টি চার এবং ২টি ছয় সহ ১৬ বলে ৩০ রান করেন। শেষমেশ ২০ ওভারে ১৫৭ রানে শেষ হয়ে যায় গুজরাট টাইটান্সের ইনিংস। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে এটি ছিল সিএসকের প্রথম জয়।

এই ম্যাচে বল হাতে অসাধারণ প্রদর্শন করেন রবীন্দ্র জাদেজা। তিনি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। দীপক চাহার, মাথিশা পাথিরানা এবং মহেশ থিকসানা যথাক্রমে ৪ ওভারে ২৯ রান, ৪ ওভারে ৩৭ রান এবং ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি করে উইকেট নেন। তুষার দেশপান্ডে ১টি উইকেট পান। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান রুতুরাজ গায়কওয়াড়।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

𝗡𝗲𝘅𝘁 𝗗𝗲𝘀𝘁𝗶𝗻𝗮𝘁𝗶𝗼𝗻: 𝗙𝗜𝗡𝗔𝗟 ✈️😉

Congratulations 🥳 to 𝗖𝗛𝗘𝗡𝗡𝗔𝗜 𝗦𝗨𝗣𝗘𝗥 𝗞𝗜𝗡𝗚𝗦, the first team to qualify for #TATAIPL 2023 Final 💛#Qualifier1 #GTvCSK

Exit mobile version