BJ Sports – Cricket Prediction, Live Score

খারাপ ব্যাটিং পারফরম্যান্সকেই হারের প্রধান কারণ মেনে নিচ্ছেন রোহিত শর্মা

খারাপ ব্যাটিং পারফরম্যান্সকেই হারের প্রধান কারণ মেনে নিচ্ছেন রোহিত শর্মা

#image_title

Rohit Sharma. ( Image Source: Rwitter )

প্রথম ম্যচেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং পারফর্ম্যান্স খুব একটা ভাল ছিল না। কিন্তু শেষপর্যন্ত লোকেশ রাহুলের দুরন্ত ব্যাটিংয়ের জন্য সেই ম্যাচে জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু বিশাখাপত্তনমে সেচা সম্ভব হয়ে ওঠেনি। অস্ট্রেলিয়ার বোয়ারদের বিরুদ্ধে এদিন এদিন ভারতীয় ব্যাটাররা মাথা তুলে দাঁড়াতেই পারেননি। দ্রুত উইকেট খোয়ানোটাই য়ে তাদের হারের জন্য প্রদান কারম, কতা মানতে কোনও দ্বিধা নেই রোহিত শর্মার। জয়ের জন্য পর্যাপ্ত রান যে তারা তুলতে পারেনি তাও মেনে নিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা।

অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকের সামনে এদিন শুরু থেকেই বেসামাল ছিল ভারতীয় দল। মাত্র ১১৭ রানেই শেষ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। টপ অর্ডার থেকে মিডল অর্ডার, কোনও ব্যাটারই অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেনি। আর তাতেই কার্যত ভারতীয় দলের হারের রাস্তাটা প্রস্তুত হয়ে গিয়েছিল।  হাতে কম রান নিয়ে ভারতীয় বোলাররাও লড়াইটা করতে পারেননি। এক উইকেটও অস্ট্রেলিয়ার তুলতে পারেননি তারা। ১০ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজ সমতায় ফিরিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১১৭ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দল

ম্যাচ শেষে ব্যাটার খারাপ পারফরম্যান্সকেই হারেরক প্রধান কারম হিসাবে মেনে নিয়েছেন রোহিত শর্মা।  এই পিচ যে ১১৭ রান করার মতো ছিল না তাো শোনা গিয়েছে রোহিত শর্মার মুখে। শুরুতেই পরপর উইকেট খোয়ানোটা যে তাদের ব্যাক ফুটে ঠেলে দিয়েছিল তাও মেনে নিতে শোনা গিয়েছে রোহিত শর্মাকে।  এদিন মিচেল স্টার্কের ধাক্কাতেই ভারতীয় দলের টপ অর্ডার কার্যত ধসে পড়েছিল। বিরাট কোহলির ৩১ রান বাদ দিলে কোনো ভারতীয় ব্যাটারের রানই এদিন উল্লেখযোগ্য নয়। শুভমন গিল, সূর্যকুমারের মতো ব্যাটাররা শূন্য রানেই সাজঘরে ফিরেছিলেন।

ম্যাচ শেষে হতাশার সুরই শোনা গিয়েছে রোহিত  শর্মার মুখে। তিনি জানিয়েছেন, “যদি কোনও ম্যাচে হারতে হয়, সেটা অবশ্যই হতাশাজনক। এদিন ব্যাট হাতে আমরা আমাদের খেলাটা খেলতে পারিনি। স্কোরবোর্ডেও জয়ের জন্য যথেষ্চ রান করতে পারিনি। ১১৭ রান করার মতো পিচ এদিন ছিল না। এদিন আমরা শুরু থেকেই উইকেট হারিয়েছি, কখনোই ঘুরে দাঁড়ানোর সুযোগ পাইনি। শুরুতেই শুভমনের উইকেট হারানোর পর আমি এবং বিরাট কোহলি দ্রুত ৩০ থেকে ৩৫ রান করি, কিন্তু সেই সময় আমি আউট হয়ে যাই। এরপরই আমরা পরপর উইকেট খোয়াতে থাকি। সেই জায়গা থেকে ম্যাচে ফেরাটা সত্যিই খুব কঠিন”।

এখনও অবশ্য ভারতের সামনে সিরিজ জয়ের সুযোগ রয়েছে। তৃতীয় ম্যাচে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। এই ভুল থেকে শিক্ষা নিয়েই এখন ভারতীয় দল ঘুরে দাঁড়াতে চাইবে। এদিন মিচেল স্টার্ক ভারতীয় দলের বিরুদ্ধে একাই পাঁচটি উইকেট তুলে নিয়েছেন।

The post খারাপ ব্যাটিং পারফরম্যান্সকেই হারের প্রধান কারণ মেনে নিচ্ছেন রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.

Exit mobile version