BJ Sports – Cricket Prediction, Live Score

কঠিন পরিস্থিতিতে সূর্যকুমার যাদবের পাশে দাঁড়ানোর বার্তা দীনেশ কার্তিকের

কঠিন পরিস্থিতিতে সূর্যকুমার যাদবের পাশে দাঁড়ানোর বার্তা দীনেশ কার্তিকের

#image_title

Suryakumar Yadav. (Photo Source: Twitter)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুই ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন সূর্যকুমার যাদব। এখনও  পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রানের খাতা খুলতে পারেননি সূর্যকুমার যাদব। ইতিমধ্যেই সূর্যকুমারের পারফরম্যান্স নিয়ে শুরু কানাভুসো শুরু হয়ে গিয়েছে। যদিওএমন পরিস্থিতিতে ভারতীয় দলের েই তারকা ক্রিকেটারের পাশেই দাঁড়াচ্ছেন দীনেশ কার্তিকের। তাংর পারপরম্যান্স নিয়ে সমালোচনা করতে নারাজ তিনি। দীনেশ কার্তিকের মতে সূর্যকুমার যাদবের সঙ্গে যেটা হয়েছে, তা যেকোন ক্রিকেটারের সঙ্গেই হওয়া সম্ভব।

এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেটের ফর্ম্যাটে আইসিসির ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব। টি টোয়েন্টির ফর্ম্যাটে দুরন্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। কিন্তু সেই ফর্ম দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুই ম্যাচেই শূন্য রানে সাজঘরে ফিরে গিয়েছেন তিনি। সেই থেকেই তাঁর ফরক্ম ঘিরে শুরু হয়ে গিয়েছে নানান কথাবার্তা। এই বছরই ঘরের মাঠে রয়েছে একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপ। তাঁর আগে সূর্যকুমার যাদবের এমন পারফরম্যান্স অস্বস্তি বাড়ানোর জন্য যথেষ্ট।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুই ম্যাচেই শূন্য রান করেছেন সূর্যকুমার যাদব

কয়েকদিন আগেই সূর্যকুমার যাদবের পারফরম্যান্স নিয়ে আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন ওয়াসিম জাফর। তাঁর মতে বিশ্বকাপের আগে সূর্যকুমার যাদবের এমন পারফরম্যান্স বিশ্বকাপের রাস্তা অনেকটা কঠিন করে দিচ্ছে। যদিও দীনেশ কার্তিক কিন্তু এমন কথা বলতে একেবারেই নাগাজ। বরং সূর্যকুমার যাদবের পাশেই দাঁড়িয়েছেন তিনি। তাঁর মতে সূর্যকুমার যাজব দুই ম্যাচেই সেট হওয়ার আগে সাজঘরে ফিরে গিয়েছিলেন তিনি। এমনটা নাকি যেকোনও ক্রিকেটারের সঙ্গেই হতে পারে।

ক্রিকবাজকে দীনেশ কার্তিক জানিয়েছেন, “সূর্যকুমার যাদবরে নিয়ে ভাবুন। আমি সত্যিই তাঁর জন্য এখন ভাবছি। প্রথম দুই বলেই দুই ম্যাচে তাঁর আউট, আমি নিশ্চিত এটা নিয়ে এখন অনেকেই হয়ত কথাবার্তা শুরু করে দিয়েছেন। অনেকেই হয়ত বলতে শুরু করেছেন য়ে তিনি তাঁর সুযোগের সদ্ব্যাবহার করতে পারছেন না। কিন্তু এটা একেবারেই সত্যি নয়। প্রথম বলেই আউট হওয়ার মানে তিনি সেট হওয়ার আগেই আউট হয়ে গিয়েছেন। এমনটা যেকোনও ক্রিকেটারের সঙ্গেই হতে পারে”।

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও সেই মিচেল স্টার্কের কাছেই ব্যর্থ হয়েছিলেন সূর্যকুমার যাদব। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচ খেলা হয়ে গেলেও সূর্যকুমার যাদবের ঝুলি কিন্তু ফাঁকাই রয়েছে। হাতে এখন আর একটি ম্যাচ রয়েছে। আগামী ২২ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ একদিনের ম্যাচে নামবে টিম ইন্ডিয়া।

The post কঠিন পরিস্থিতিতে সূর্যকুমার যাদবের পাশে দাঁড়ানোর বার্তা দীনেশ কার্তিকের appeared first on CricTracker Bengali.

Exit mobile version