BJ Sports – Cricket Prediction, Live Score

ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ৬, নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী

ওডিআই বিশ্বকাপ 2023 ম্যাচ 6

#image_title

New Zealand and Netherlands. (Photo Source: Alex Davidson-ICC, SAJJAD HUSSAIN/AFP via Getty Images)

৯ই অক্টোবর, সোমবার, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ষষ্ঠতম ম্যাচে নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডস একে অপরের মুখোমুখি হবে। কেন উইলিয়ামসন এই ম্যাচটিতেও খেলতে পারবেন না। সুতরাং, টম ল্যাথামকে আরও একবার নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিতে দেখা যাবে।

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি দুর্দান্ত জয় পেয়েছিল নিউজিল্যান্ড। গতবারের চ্যাম্পিয়নকে ৯ উইকেটে হারিয়েছিল তারা। এই ম্যাচটিতে খুব ভালো অলরাউন্ডিং পারফরম্যান্সের প্রদর্শন করেছিল টম ল্যাথামের নেতৃত্বাধীন দল। ম্যাট হেনরি এবং মিচেল স্যান্টনার বল হাতে খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন। অন্যদিকে, ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র দুজনেই শতরান করেছিলেন। কনওয়ে মাত্র ১২১ বলে ১৫২ রান করে অপরাজিত ছিলেন। রাচিন ৯৬ বলে অপরাজিত ১২৩ রান করেছিলেন এবং ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন।

এবারের ওডিআই বিশ্বকাপে নেদারল্যান্ডসের শুরুটা ভালো হয়নি। তারা পাকিস্তানের কাছে ৮১ রানে হেরে গিয়েছিল। এই ম্যাচে দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সের প্রদর্শন করে সবার নজর কেড়েছিলেন বাস ডি লিড। তিনি বল হাতে ৯ ওভারে ৬২ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছিলেন এবং ব্যাট হাতে ৬৮ বলে ৬৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা জয় পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

পিচ কন্ডিশন

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ থেকে ব্যাটাররা বোলারদের তুলনায় বেশি সুবিধা পাবেন। এখানে ৩০০-এর উপরে রান করা খুব একটা কঠিন নয়। নেদারল্যান্ডস পাকিস্তানের বিরুদ্ধে এই মাঠেই খেলেছিল। অন্যদিকে, নিউজিল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটি এখানে খেলেছিল। সুতরাং, উভয় দলেরই এই পিচের সম্পর্কে ধারণা রয়েছে। এখানের আগের রেকর্ডের কথা মাথায় রেখে টসজয়ী অধিনায়ক প্ৰথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারেন।

সম্ভাব্য প্রথম একাদশ

নিউজিল্যান্ড

ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

নেদারল্যান্ডস

ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, ওয়েসলি বারেসি, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শরিজ আহমেদ, লোগান ফান বিক, রোওলফ ফান ডার মারউই, আরিয়ান দত্ত, পল ফান মিকেরেন।

নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস: ওডিআইতে হেড টু হেড

ম্যাচ – ৪ নেদারল্যান্ডস – ০

সম্প্রচার বিবরণী

ম্যাচ – নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস

সময় – দুপুর ২টো (ভারতীয় সময়)

টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইট

The post ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ৬, নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.

Exit mobile version