BJ Sports – Cricket Prediction, Live Score

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন কাগিসো রাবাডা

 ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন কাগিসো রাবাডা

#image_title

Kagiso Rabada. (Photo by Visionhaus/Getty Images)

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ভারতের অনুষ্ঠিত হতে চলেছে। শেষবার যখন নিজেদের দেশের মাটিতে ভারত ওডিআই বিশ্বকাপ খেলেছিল তখন তারা শিরোপা জিতেছিল। তবে তারপরের দুটি বিশ্বকাপে ট্রফি জিততে ব্যর্থ হয়েছিল ভারতীয় দল। এইবারের বিশ্বকাপের ট্রফিটি অবশ্যই জিততে চাইবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ক্রিকেটার কাগিসো রাবাডাও ভারতে বিশ্বকাপ জয়ের ব্যাপারে আশাবাদী।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেশ অনেক বছর ধরেই খেলছেন কাগিসো রাবাডা। আইপিএল ২০২৩-এ আমরা রাবাডার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার আরও বেশ কয়েকজন খেলোয়াড় যেমন কুইন্টন ডি কক, ডেভিড মিলার এবং এডেন মার্করামকে খেলতে দেখেছি। আইপিএল খেলার মাধ্যমে তারা ভারতের অনেক মাঠের পরিবেশের ব্যাপারেই জেনেছেন। রাবাডা মনে করছেন এটি তাদের বিশ্বকাপের সময় সাহায্য করবে।

কাগিসো রাবাডার বক্তব্যকে আইওএল উদ্ধৃত করেছে, “ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে, আমি মনে করি আমাদের একটি সুবিধা আছে কারণ আমরা এত বছর ধরে আইপিএল খেলেছি। সবকটি না হলেও আমরা বেশিরভাগ মাঠে খেলেছি, তাই আমরা সেই জায়গাগুলির পরিবেশের ব্যাপারে জানি।”

কাগিসো রাবাডা আইপিএলে এখনও পর্যন্ত ৬৯টি ম্যাচ খেলেছেন এবং ১০৬টি উইকেট নিয়েছেন। তার গড় এবং ইকোনমি রেট হল যথাক্রমে ২০.৭৪ এবং ৮.৪২। আইপিএলে তার সেরা বোলিং পরিসংখ্যান হল ৪/২১। তিনি আইপিএলে দ্রুততম বোলার হিসেবে ১০০টি উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন। তিনি নিজের ৬৪ তম আইপিএল ম্যাচে ১০০ তম উইকেটটি নিয়েছিলেন।

আইপিএল ২০২৩-এ খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি কাগিসো রাবাডা

আইপিএলের ১৬ তম সংস্করণে পাঞ্জাব কিংসের (পিবিকেএস) হয়ে তিনি ৬টি ম্যাচ খেলেছিলেন এবং ৭টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। তার গড় এবং ইকোনমি রেট ছিল যথাক্রমে ৩৩.১৪ এবং ১০.০৯।

২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে কাগিসো রাবাডা ৯টি ম্যাচ খেলে ১১টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। আগেরবারের ওডিআই বিশ্বকাপে লিগ পর্যায় থেকে বিদায় নিতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।

দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত মোট ৮টি ওডিআই বিশ্বকাপ খেলেছে। তারা এখনও পর্যন্ত একবারও ট্রফি জিততে পারেনি। তারা ১৯৯২ সালে প্ৰথমবারের জন্য ওডিআই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। তারা এখনও পর্যন্ত একবারও ফাইনাল খেলতে পারেনি। এবারের বিশ্বকাপে তাদের ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।

The post ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন কাগিসো রাবাডা appeared first on CricTracker Bengali.

Exit mobile version