BJ Sports – Cricket Prediction, Live Score

এমএস ধোনির পরবর্তী মরসুমেও খেলা নিয়ে আশাবাদী হরভজন সিং

 এমএস ধোনির পরবর্তী মরসুমেও খেলা নিয়ে আশাবাদী হরভজন সিং

#image_title

MS Dhoni. (Image Source: IPL/BCCI)

সোমবার আইপিএল শেষ হওয়ার পর থেকে একটা কথাই ঘোরপাক খাচ্ছিল গোটা ক্রিকেটমহলে। সকলের নজরই চিল মহেন্দ্র সিং ধোনি। আইপিএল চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস। ধোনির মুকুটে ইঠেছে নয়া পালক। এবারকী নিজের াইঅপিএল কেরিয়ারে  ইতি টানতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। গ্যালারীতে থাকা সমর্থকর তো বটেই। টিবের পর্দায় চোখ রাখা সকলের নজরও তখন ছিল এই তারকা ক্রিকেটারের দিকেই। কিন্তু শেষপর্যন্ত এমএস ধোনি অবসর ঘোষণা করেননি। এরপরই মহেবন্দ্র সিং ধোনিকে  নিয়ে বিরাট বার্তা প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের।

এবারের আইপিএল শুরু হওয়ার আগে থেকেই একটাই গুঞ্জন ছিল সবচেয়ে বেশী। আইপিএল শুরু হওয়ার আগে থেকেই শোনাযাচ্ছিল একটা কথা।  এবারই হয়ত শেষ আইপিএল খেলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি।  সেজন্য চেন্নাই সুপার কিংসের প্রতি ম্যাচেই মাঠে ছিল উপচে পড়া ভিড়। শেষ ম্যাচে ঘিরে সকলের উন্মাদনবাও ছিল তুঙ্গে।  ম্যাচ শেষে েকটা সময় অবশ্য গ্যালারীতে থাকা সমস্ত সমর্থকদেরই মন ভেঙে যাওয়াক  মতো অবস্থা হয়েছিল। ম্যাচের পুরষ্কার বিতরনি অনুষ্ঠানের সময়ই ধোনির মুখে অবসরের কথা সকলকেই চমকে দিয়েছিল। যদিও শেষপর্যন্ত মহেন্দ্র সিং ধোনি অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেননি।

পাঁচটি আইপিএল জেতার নয়া নজির গড়েছেন এমএস ধোনি

এমএস ধোনির অবসরের সিদ্ধান্ত ঘোষণা না করার পরই তাঁকে নিয়ে আশার সুর শোনা গিয়েছে হরভজন সিংয়ের গলায়। তাঁর মতে আসন্ন মরসুমেও সকলে চেন্নই সুপার কিংসের হয়ে মহেন্দ্র সিং ধোনিকে ফের একবার দেখতে চলেছে। সেই সময় ধোনি যে আরও বেশী ফিট হয়ে মাঠে ফিরবেন, তা মেনে নিতেও দ্বিধা নেই ভারতীয় দলের এই প্রাক্তন তারকা ক্রিকেটারের। যদিও মহেন্দ্র সিং ধোনির মনের মধ্যে কী চলছে তা তো একমাত্র তিনিই বলতে পারবেন।

স্টার স্পোর্টসে বরভজন সিং জানিয়েছেন, ভক্তদের কাছে এটাই সবচেয়ে বড় একটা সংবাদ। পরবর্তী মরসুমে মহেন্দ্র সিং ধোনি অবশ্যই মাঠে ফিরবেন এবং আরও বেশী ফিটনেস নিয়েই মাঠে ফিরতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। পরবর্তী মরসুমে ফের সমস্ত চেন্নাই সুপার কিংস সমর্থকরা তাদের প্রিয় থালাকে দেখতে পাবেনএই হলুদ জার্সিতে। পরবর্তী মরসুমে চেন্নাই সুপার কিংসকে ঘিরে সকলের প্রত্যাশাটা আরও বেশী থাকবে। আর সেই প্রত্যাশার চাপ চেন্নাই সুপার কিংস যথেষ্ট ভালবাবেই সামাল দিতে জানে।

শেষ ম্যাচে ধোনির ব্যাটে অবশ্য রানের ঝলক ছিল না। তাঁর মাঠে নামার সময় গ্যালারীতে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু প্রথম বলেই সাজঘরে ফিরতে হয়েছিল চেন্নাই সুপার কিংস অধিনায়ককে। এই ধোনিকেই আগামী মরসুমেও দেখা যায় কিনা সেটাই এখন দেখার।

The post এমএস ধোনির পরবর্তী মরসুমেও খেলা নিয়ে আশাবাদী হরভজন সিং appeared first on CricTracker Bengali.

Exit mobile version