BJ Sports – Cricket Prediction, Live Score

এনসিএ-তে লোকেশ রাহুলকে স্বাগত জানালেন ঋষভ পন্থ

 এনসিএ-তে লোকেশ রাহুলকে স্বাগত জানালেন ঋষভ পন্থ

#image_title

KL Rahul & Rishabh Pant. (Photo by Ryan Pierse/Getty Images)

চোটের জন্য এই মহূর্তে দুই ভারতীয় তারকা ক্রিকেটারই মাঠের বাইরে রয়েছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেো কবে ঋষভ পন্থ সেরে উঠতে পারবেন ত এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। একইসঙ্গে সেরে ওঠার লড়াই চলছে ভারতীয় দলের আরেক তারকা ক্রিকেটার লোকেশ রাহুলেরও। কুঁচকির চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেল এই তারকা ক্রিকেটারও।আইপিএলের মাঝপথ থেকেই ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল।  সেই চোটের জন্যই খেলতে পারেননি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে খেলতে পারেননি এই ভারতীয় তারকা ক্রিকেটার।

তবে গত বুধবারি সকলকে খানিকটা হলেও স্বস্তির খবর দিয়েছেন এই তারকা ক্রিকেটার। অস্ত্রোপচারের পর বেশ কয়েকদিন বিশ্রামে ছিলেন লোকেশ রাহুল। চিকিত্সকদের কড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও খেতে পারেননি লোকেশ রাহুল। সেই থেকেই তাঁকে নিয়ে নানান জল্পনা চলছিল। বুধবার থেকেই রিহ্যাবে ফিরেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেখানেই লোকেশ রাহুলকে নিজস্ব কায়দায় স্বাগত জানিয়েছেন আররেক তারকা ক্রিকেটার ঋষভ পন্থ।

আইপিএলের সময়ই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল

চোট সারিয়ে ওঠার দৌড়ে ঋষভ পন্থও আইপিএল চলার মাঝেই এনসিএ-তে রিহ্যাব শুরু করেছিলেন। সেই সময়ই তাঁর ক্রাচ ছাড়া হাঁটার ছবি সামনে এসেছিল। এই মুহূর্তে ক্রাচ চাড়া সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে পারছেন এই তারকা ক্রিকেটার। গতকালই সেই ছবি সোশ্যাল মিডিয়াতে এসেছে। সেখানেই শেষপর্য়ন্ত তবে তিনি মাঠে ফিরতে পারেন তচা নিয়েই এখন নানান হিসাবূ নিকাস চলছে। এরইমাঝে এনসিএতে রিহ্যাব সেশন শুরু হয়েছে লোকেশ রাহুলের। সতী্র্থদের পেয়ে খানিকটা যে হাসি ঠাট্টা সেখানে চলবে তা বলাই বাহুল্য। তাদের সঙ্গেই রিহ্যাব চলছে আরেক তারকা ক্রিকেটার প্রসিদ্ধ কৃষ্ণার। সেখানেই এক বিশেষ কায়দায় লোকেশ রাহুলকে স্বাগত জানিয়েছেন ঋষভ পন্থ।

রিহ্যাব শুরু করার পরই সোশ্যাল মিডিয়াতে ঋষভ পন্থকে উদ্দেশ্য করে  লোকেশ রাহুল লিখেছিলেন, “ঋষভ পন্থ আমাকে স্বাগত জানাবেন না”। তারই উত্তর দিতে খুব একরটা দেরী করেননি ঋষভ পন্থ। তিনি উত্তরে লিখেছেন “এখানে তোমাকে স্বাগত”।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ভারতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও খেলতে পারবেন লোকেস রাহুল। সবকিছু ঠিকঠাক চললে আসন্ন এসিয়া কাপ দিয়েই ভারতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে এই তারকা ক্রিকেটারের। সেই প্রস্তুতিতেই এখথন তুঙ্গে লোকেশ রাহুল। একইসঙ্গে দ্রুত সেরে ওঠার প্রস্তুতি চলছে ঋষভ পন্থেরও।

The post এনসিএ-তে লোকেশ রাহুলকে স্বাগত জানালেন ঋষভ পন্থ appeared first on CricTracker Bengali.

Exit mobile version